Weather Forecast:ঝোড়ো নাকি শান্ত? তৃতীয় দফার ভোটের দিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?
West Bengal News:সন্ধে হতেই ঝোড়ো হাওয়ার দাপট বাড়ল, সঙ্গে নামল মুষলধারে বৃষ্টি। কিন্তু প্রশ্ন হল, এই স্বস্তি কতক্ষণের? আগামীকালও কি এর জের টের পাবে দক্ষিণবঙ্গ?
ঝিলম করঞ্জাই, কলকাতা: সন্ধে হতেই ঝোড়ো হাওয়ার দাপট বাড়ল, সঙ্গে নামল মুষলধারে বৃষ্টি। তবে সোমবার যে শুধু কলকাতার ছবিই এরকম ছিল, তা নয়। তীব্র দহনজ্বালায় পুড়তে থাকা দক্ষিণবঙ্গের নানা অংশেই শান্তির বৃষ্টি পেয়েছে আজ। কিন্তু প্রশ্ন হল, এই স্বস্তি কতক্ষণের? আগামীকালও কি এর জের টের পাবেন রাজ্যবাসী (West Bengal Weather Forecast) নাকি ফের খেল দেখাতে শুরু করবে গরম?
কী পূর্বাভাস?
বৃষ্টি এবং কালবৈশাখীর সতর্কতার মধ্যেই রাজ্যের দুই জেলায় তৃতীয় দফার লোকসভা ভোট। এই সময়ে কেমন থাকবে আবহাওয়ার মতিগতি? আগামীকাল অর্থাৎ ৭ মে, মালদা এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়া অথবা কালবৈশাখীর সতর্কতা থাকছে। বস্তুত, আগামী ৪৮ ঘণ্টাই ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। আবহাওয়া দফতরের বক্তব্য, ঝাড়খন্ডে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের ফলে ঝাড়খন্ড থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয় যার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। সমুদ্র-লাগোয়া উপকূলবর্তী অঞ্চলেও এই সময়ে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে। আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তাঁদের। কালবৈশাখীর সতর্কতা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ ,নদীয়া ,পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এখানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারি বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া। নির্দিষ্ট করে বললে, কলকাতা-সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
আর যা...
বস্তুত, মঙ্গলবার ১১ জেলায় কালবৈশাখীর সতর্কতা থাকছে। তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা। ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার বা তার বেশি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টি ও ঝড় বেশি হওয়ার সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায়। অন্য দিক, উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার কথা। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন:তৃতীয় দফায় বাংলার চারটি আসনে ভোট, নিরাপত্তা সুনিশ্চিত করতে কী ব্যবস্থা কমিশনের?