Purba and Paschim Burdwan Weather : আজ কেমন থাকবে দুই বর্ধমানের আবহাওয়া ?
Weather Forecast of Purba and Paschim Burdwan : দুই জেলার আবহাওয়ার বিস্তারিত জেনে নিন...

বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।
দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী-
সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature)- ৩১ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature)- ২২ ডিগ্রি সেলসিয়াস
বাতাস- ১১ কিমি/ঘণ্টায়
আর্দ্রতা - ৬৩ শতাংশ
সূর্যোদয়- ৫টা ৩৭ মিনিটে
সূর্যাস্ত- ৫টা ০৯ মিনিটে
দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -
সর্বোচ্চ তাপমাত্র- ২৫ ডিগ্রি সেলসিয়াস। বিচ্ছিন্ন মেঘলা আকাশ। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১ কিমি।
বঙ্গের আবহাওয়া-
শনিবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা ( Cyclone)। দক্ষিণ আন্দামানসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে (Bay of Bengal) এই ঘূর্ণিঝড় বাইশে অক্টোবর তৈরি হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর (Weather Office)।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ আন্দামানসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার এর প্রভাবে দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করবে শুক্রবার। সেখানেই ঘূর্ণিঝড় তৈরির প্রবল সম্ভাবনা কথা জানাচ্ছে মৌসম ভবন। তবে এই ঘূর্ণিঝড় থেকে সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা নেই বলে গতকাল আলিপুরে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র।
আরও পড়ুন ; দীপাবলির আগেই দুর্যোগের আশঙ্কা, শনিবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা






















