Weather Update: ফের তপ্ত দহনে পুড়বে বাংলা, কাল থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি
Heat Wave Forecast: আগামী তিন দিনে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। একইসঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী কয়েকদিন জারি করা হয়েছে তাপপ্রবাহের হলুদ সতর্কতা।

কলকাতা: বৈশাখের তপ্ত দহনে নাজেহাল পরিস্থিতি (Weather Update)। গরমে হাঁসফাঁস একাধিক জেলার বাসিন্দারা। ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ তো বটেই শনিবার পর্যন্ত রোদের তাপে পুড়বে উত্তরের জেলাগুলিও। আগামী তিন দিনে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। একইসঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী কয়েকদিন জারি করা হয়েছে তাপপ্রবাহের হলুদ সতর্কতা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
08.05.25: সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে, ৪০ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও প্রবল গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
09.05.25: পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া তাপপ্রবাহ চলবে। ৪০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পারদ ছুঁতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও প্রবল গরম সহ আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
10.05.25 ও 11.05.25: শনিবার এবং রবিবার একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রিতে। পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও গরম সহ অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
আগামী কয়েকদিনের কলকাতার আবহাওয়া
সূত্র: IMD
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উত্তরবঙ্গের আবহাওয়া
10.05.25 ও 11.05.25: উত্তরবঙ্গের জেলাগুলিতে গরমের আশঙ্কা। শনিবার ও রবিবার মালদায় ৪০ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রার পারদ। তাপপ্রবাহের সতর্কতা জারি উত্তরবঙ্গের এই জেলাতেও।
আজকের আবহাওয়া:
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দু এক জায়গায়। তাপমাত্রা ক্রমশ উর্ধ্বমুখী হবে। ধবারের পর ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ ওপরের তিন জেলাতে। বুধবারের পর সামান্য তাপমাত্রা বাড়তে পারে।






















