Weather Update: ১৩ বছরে উষ্ণতম ১৫ জানুয়ারি, প্রবল কুয়াশার দাপট
Winter Update:সকাল থেকে ঘন কুয়াশা। তার জেরে হাওড়া স্টেশনে পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়।
সঞ্চয়ন মিত্র ও সুনীত হালদার, কলকাতা ও হাওড়া: কলকাতা থেকে জেলা, সকাল থেকে ঘন কুয়াশার (Dense Fog) দাপট। এর মধ্যেই কুড়ির কাছাকাছি পারদ। কলকাতায় (Kolkata) আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৫ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত ১৩ বছরে এটাই উষ্ণতম ১৫ জানুয়ারি। মকর সংক্রান্তিতে এবার কনকনে ঠান্ডা থাকবে না বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর (Weather Department)। তবে সোম ও মঙ্গলবার তাপমাত্রা কিছুটা নামবে। বুধবার থেকে আবার ঊর্ধ্বমুখী হবে পারদ। মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কুয়াশার দাপট:
সকাল থেকে ঘন কুয়াশা। তার জেরে হাওড়া স্টেশনে (Howrah Station) পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। বেশ কিছু দূরপাল্লার ট্রেন দেরিতে ছাড়ছে। হাওড়ায় দেরিতে ঢুকেছে আরও কয়েকটি ট্রেন। তবে লোকাল ট্রেন চলাচলের ওপর তেমন প্রভাব পড়েনি বলে রেল সূত্রে খবর। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ডাউন জোধপুর এক্সপ্রেস আ়ড়াই ঘণ্টা, ডাউন অমৃতসর মেল ৬ ঘণ্টা ২০ মিনিট, ডাউন দুন এক্সপ্রেস ৫ ঘণ্টা, ডাউন বিভূতি এক্সপ্রেস ও ডাউন কালকা মেল ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে চলছে।দক্ষিণ-পূর্ব রেলের শাখায় সাড়ে ৩ ঘণ্টা দেরিতে চলছে ডাউন পুণে-আজাদহিন্দ এক্সপ্রেস। কুয়াশার কারণে আজ সকালে পুরী এক্সপ্রেস দেড়ঘণ্টা দেরিতে হাওড়ায় ঢোকে। হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ২ ঘণ্টা দেরিতে, সকাল ৮টা ৫০-এ ছাড়বে বলে রেলের তরফে জানানো হয়েছে।
ঘন কুয়াশার চাদরে মোড়া রবিবারের সকাল। সল্টলেক, নিউটাউন এবং কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা গতকাল রাত আড়াইটের পর থেকেই নামতে শুরু করে। সকালে দৃশ্যমানতা ৫০ মিটারে পৌঁছয়। এর ফলে কলকাতা বিমানবন্দর থেকে বিমান ওঠানামার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এই আবহেই চলছে গঙ্গাসাগরে পুণ্যস্নান। কাতারে কাতারে পুণ্যার্থী ভিড় জমিয়েছেন সাগর সঙ্গমে। চলছে মকর সংক্রান্তির পুণ্যস্নান। মাহেন্দ্রক্ষণ শুরু হয়েছে গতকাল সন্ধে ৬টা ৫৩ মিনিট থেকে। আজ সন্ধে ৬টা ৫৩ পর্যন্ত থাকবে।
আরও পড়ুন: সন্ধে পর্যন্ত মাহেন্দ্রক্ষণ, সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় গঙ্গাসাগরে