Weather Update: তীব্র দাবদাহ অব্যাহত দক্ষিণবঙ্গে, মে মাসের শুরুতেই কি দেখা মিলবে বৃষ্টির?
Todays Weather Update: একাধিক জেলায় জারি লাল সতর্কতা। মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূমে অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা। মে মাসের প্রথম সপ্তাহেও চলবে গরমের দাপট।
ঝিলম করঞ্জাই, কলকাতা: গরমে কাহিল গোটা বাংলা। বিশেষ করে কলকাতায় তীব্র দাবদাহ অস্বস্তি বাড়িয়েছে মানুষের। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ । এটা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। আজও তাপপ্রবাহের কবলে ছিল কলকাতা। ৫ মে থেকে বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ। প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণে। কমবে লু এর দাপট। উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাঁটার বিপরীতে দক্ষিণ দিকে আসবে। অত্যন্ত বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে বৃষ্টির। বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।
এখনই রেহাই নেই দহন জ্বালায়। দক্ষিণবঙ্গে আরও অন্তত ৭ দিন চলবে তাপপ্রবাহ। একাধিক জেলায় জারি লাল সতর্কতা। মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূমে অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা। মে মাসের প্রথম সপ্তাহেও চলবে গরমের দাপট। তবে নতুন করে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই
আরও অন্তত ১ সপ্তাহ দেখা মিলবে না বৃষ্টির। ২০২৪ সালের আজকের তারিখ ধরে এপ্রিলে মোট ৯ দিনের তাপপ্রবাহ। ২০০৯ সালে এপ্রিলে ৪ দিন করে মোট ৮ দিন তাপপ্রবাহ ছিল চরমে। ২০২৪ সালে সেই রেকর্ড ভেঙে দিল এপ্রিলের তাপপ্রবাহ। পরিস্থিতির কোনো বদল এই মুহূর্তে নয়। কারণ, প্রচণ্ড উষ্ণ পশ্চিমের হাওয়া অবাধে দাপট দেখাচ্ছে বাংলায়। প্রতিদিন সন্ধ্যার পর বঙ্গোপসাগরের জলীয় বাষ্প পূর্ণ হাওয়া ঢুকছে। কিন্তু তা বেশ দুর্বল। কাল থেকে ৪ মে রাজ্যে কোনওরকম বৃষ্টি নেই।
¤ ৩০ এপ্রিল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টি।
¤ পরের দিন ১ জুন এই বৃষ্টির তালিকায় যোগ হবে কোচবিহার এবং আলিপুরদুয়ার। তবে এই বৃষ্টি বিক্ষিপ্ত। গোটা জেলা জুড়ে নয়। খুব বেশিক্ষণ বৃষ্টির সম্ভাবনাও নেই। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া।
¤ পূর্ব পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান এবং বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা।
¤ পশ্চিমাঞ্চলের বাকি সব জেলায় মাঝারি তাপপ্রবাহের কমলা সতর্কতা।
¤ দক্ষিণবঙ্গের বাকি জেলায় মডারেট তাপপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা থাকবে।
¤ আজ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর জেলায় সন্ধ্যার পর হালকা বৃষ্টি। প্রভাব পড়বে না তাপপ্রবাহের মাত্রায়।
¤ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ আপাতত মুক্তি পাচ্ছে না তাপপ্রবাহ থেকে। আগামী ৫ দিন সব জেলায় মডারেট তাপপ্রবাহের কমলা সতর্কতা।
¤ উত্তরে আলিপুরদুয়ার এবং কোচবিহারে তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি হলেও আপাতত খাতায় কলমে তাপপ্রবাহ নেই। দুই দিনাজপুর এবং মালদা জেলায় আগামী ৫ দিন তাপপ্রবাহ।