(Source: ECI/ABP News/ABP Majha)
Rain Alert: ভরা আষাঢ়ে মুখভার আকাশের, বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ভিজবে দক্ষিণের কোন কোন জেলা?
Weather Update: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। আজও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার, এই দুই জেলায়। অন্যদিকে, দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা কম।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: উত্তরবঙ্গে (North Bengal Weather) অব্যাহত বিপর্যয়। আজও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার, এই দুই জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই তিন জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: সোমবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কিছুটা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
১০ জুলাই (বুধবার): পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে।
১১ জুলাই (বৃহস্পতিবার): কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
৮ জুলাই (সোমবার): অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার এবং কোচবিহার দুই জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই তিন জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে।
৯ জুলাই (মঙ্গলবার): উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর দিনাজপুরেও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা।
১০ জুলাই (বুধবার): থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও একবার বাড়বে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবার জারি করা হবে। প্রবল বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহা,র জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা। ভারী বৃষ্টির পূর্বাভাস মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জেলাতে।
১১ জুলাই (বৃহস্পতিবার): ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় এছাড়া দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Uttarbanga Express: ফের প্রশ্নের মুখে সুরক্ষা, ট্রেনের মিডল বার্থের শিকল খুলে মাথা ফাটল যাত্রীর