West Bengal Weather Update: শীতের পথে পশ্চিমী ঝঞ্ঝার বাধা, আজ থেকেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা
West Bengal Weather Update: বুধবার থেকে শুক্রবার, কলকাতায় বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তুষারপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সঞ্চয়ন মৈত্র, কলকাতা: শীতের পথে আবারও কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। পৌষ সংক্রান্তির আগে আজ থেকে ফের রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি। একইরকমের আবহাওয়া চলবে শুক্রবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রাজ্যের পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ সেইদিক থেকেই পশ্চিমী ঝঞ্ঝা আমাদের রাজ্যে প্রবেশ করবে। ফলে পুরুলিয়া, বাঁকুড়া ইত্যাদি জেলায় আজ থেকে হালকা বৃষ্টি শুরু হতে পারে। তারপর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
বুধবার থেকে শুক্রবার, কলকাতায় বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই সময়ে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হবে বলে খবর। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তুষারপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের চড়তে শুরু করেছে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
View this post on Instagram
গতকালই কমছিল শীতের আমেজ। রবিবারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়, সোমবার অর্থাৎ আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
উল্লেখ্য, সারা দেশেই গত কয়েকদিন ধরেই আবহাওয়ায় খামখেয়ালিপনা দেখা যাচ্ছে। একদিকে, যেখানে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে তুষারপাত চলছে, সেখানে হরিয়ানা ও দিল্লি-জাতীয় রাজধানী অঞ্চল সহ সমগ্র উত্তর ভারতে টানা বৃষ্টি হচ্ছে। পাহাড়ে তুষারপাত ও বৃষ্টি উত্তর ভারতে ঠাণ্ডার দাপট বাড়িয়েছে।