Weather Today: রবিবারও দুর্যোগের ঘনঘটা, অঝোর বৃষ্টিতে আজও ভিজবে কোন কোন জেলা?
Weather Update: গভীর নিম্নচাপের কারণে শনিবার থেকেই বাংলার একাধিক জেলায় দুর্যোগের ছবি। গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ মৎস্যজীবীদের
কলকাতা: সময়টা শরত, কিন্তু এ যেন ঘোর বর্ষা। দুর্যোগের জেরে সারাদিন বৃষ্টি বাংলায়। কলকাতার কাছেই রয়েছে গভীর নিম্নচাপ। যার প্রভাবে শনিবার থেকেই ক্রমাগত বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে গভীর নিম্নচাপ হয়ে ক্রমশ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোবে এটি। তারপর ক্রমশ শক্তিক্ষয় হতে হতে চলে যাবে ঝাড়খণ্ডে। এর প্রভাবে শনিবার থেকেই কলকাতা-সহ লাগোয়া একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। রবিবারও এই জেলাগুলোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
IMD কলকাতার তরফে জানানো হয়েছে, ১৪ থেকে ১৫ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
রবিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতা ও লাগোয়া জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে। ঝিরিঝিরি বৃষ্টি হবে, কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনিবার কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা ছিল। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় অতি থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা ছিল। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম ও পুরুলিয়ার কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। কলকাতা ও লাগোয়া কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল।
রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ জেলায় প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল, ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সুন্দরবন এলাকায় দুর্যোগ:
গভীর নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় গতকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনা জুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ঝড়ের দাপট। কাকদ্বীপ মহকুমার নামখানা, সাগর, পাথরপ্রতিমায় একাধিক কাঁচা বাড়ি, গাছ, পানের বরজ ভেঙে পড়েছে। নিচু এলাকাগুলি জলমগ্ন। নামখানা এলাকায় বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকেছে। সবথেকে ক্ষতিগ্রস্ত নামখানার হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। বহু গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। বেশ কিছু বাড়ি ও দোকানের চাল উড়ে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ও পূর্ব মেদিনীপুরের কুকড়াহাটির মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামীকালও দুর্যোগ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন- 'মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের কথা শুনুন', বৈঠক ভেস্তে যাওয়ায় ক্ষুব্ধ সিনিয়র চিকিৎসকরাও