Weather Update: কবে ভরপুর বর্ষা দক্ষিণবঙ্গে, কী জানাল আবহাওয়া দফতর
West Bengal Weather update: শুক্রবার বিকেলে নতুন আপডেট দিয়েছে কলকাতা আবহাওয়া দফতর। তাতে জানা গেছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের অবশিষ্ট অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে আরও অগ্রসর হয়েছে।
কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকে মুখ ভার দেখে কিছুটা আশার আলো জেগেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বসবাসকারী মানুষদের। দুপুর থেকে বৃষ্টিতে তা আরও জোরালো হয়েছিল। এরপর বিকেলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয় আগামী তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলায়। তাতে কিছু স্বস্তি পেয়েছিল দক্ষিণবঙ্গের মানুষ। শুক্রবার বিকেলে ফের নতুন আপডেট (Weather Update) দেওয়া হল আবহাওয়া দফতরের তরফে।
আলিপুর আবহাওয়া দফতর থেকে টুইট করে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের অবশিষ্ট অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে আজ আরও অগ্রসর হয়েছে। ২১ জুন ২০২৪ এটি উত্তরবঙ্গের সমস্ত জেলা এবং উত্তর ২৪ পরগনা, নদিয়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনার বেশিরভাগ অংশ, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণবঙ্গের বীরভূম জেলার কিছু অংশকে কভার করে।
আগামী ৩-৪ দিনের মধ্যে ওড়িশা, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহারের আরও কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য পরিস্থিতি অনুকূল।
Maximum Temperature Forecast dated : 21-06-2024 pic.twitter.com/l0UzepIIcb
— IMD Kolkata (@ImdKolkata) June 21, 2024
শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা সম্পর্কে আবহাওয়া দফতরের পূর্বাভাস হল, দার্জিলিঙে ২০ ডিগ্রি সেন্টিগ্রেড, কালিম্পঙে ২৪ ডিগ্রি, রামসাইয়ে ৩০, কোচবিহারে ৩০, জলপাইগুড়িতে ২৯, শিলিগুড়িতে ৩১, রতুয়াতে ৩৪, মালদায় ৩৩, মুর্শিদাবাদে ৩৫, বহরমপুরে ৩৫, শান্তিনিকেতনে ৩৬, আসানসোলে ৩৬, বর্ধমানে ৩৬, কৃষ্ণনগরে ৩৫, আসানসোলে ৩৬, পুরুলিয়া ৩৭, বিষ্ণুপুরে ৩৬, হাওড়ায় ৩৫, দমদমে ৩৫, আলিপুরে ৩৫, সল্টলেকে ৩৫, অশোকনগরে ৩৫, ডায়মন্ড হারবারে ৩৪, মেদিনীপুরে ৩৬, দিঘাতে ৩৫ ও সুন্দরবনে ৩৪ ডিগ্রি।
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। দার্জিলিং, জলপাইগুড়ি জেলাতেও প্রবল বৃষ্টি হচ্ছে ৩১ মে বর্ষা সেখানে প্রবেশের পর থেকে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সিকিমে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Udayan Guha:'কয়েকজন তৃণমূল কাউন্সিলর সাধুর মতো ভোট করিয়েছেন', উদয়ন-মন্তব্যে ফের বিতর্ক