News Live: আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফের পথে অভয়া মঞ্চ
News Live Update: রাজ্য, জেলার এমনকী আপনার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকেই এখন আপনার হাতের নাগালে - - - -
LIVE

Background
বিহারের হাসপাতালে চন্দন মিশ্র খুনে কলকাতা থেকে গ্রেফতার ৪। আনন্দপুরে আটক তৌসিফ রাজা, নিশু খান-সহ চার জনকে গ্রেফতার। ভুবনেশ্বরেও ধৃত এক। বিবৃতি বিহার পুলিশের।
বিহার শুটআউটে অপারেশনের মাথা তৌসিফ ওরফে বাদশা। নিশুর বাসভবনে খুনের পরিকল্পনা। বাকি সন্দেহভাজনদেরও জিজ্ঞাসাবাদ চলছে। জানাল বিহার পুলিশ।
চন্দন খুনের নেপথ্যে কি পুরনো বিবাদ? পুলিশকে শেরুর সঙ্গীদের নাম বলে দিচ্ছিল চন্দন। সেই কারণেই তৌসিফ রাজার গ্যাংকে সুপারি শেরুর। খবর বিহার এসটিএফ সূত্রে।
আনন্দপুর থানার অদূরেই দুষকৃতীদের আশ্রয়। থানা থেকে ২৮০ মিটার দূরে গেস্ট হাউস থেকে আটক চার। কাছেই দাঁড় করানো দুষকৃতীদের গাড়ির সূত্রেই জালে। খবর সূত্রের।
সাঁইথিয়ার পর মল্লারপুর। একুশে জুলাইয়ের আগে ফের বীরভূমে তৃণমূল নেতা খুন। ময়ূরেশ্বর ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষের মৃত্যু। ৩ সঙ্গী আহত। গ্রেফতার এক।
বিজেপি কর্মী খুনের মামলায় পুলিশেরই জেল! উর্দিধারীদের হুঁশিয়ারি শুভেনদুর।
ছাব্বিশের আগে তৃণমূলের শেষ ২১ জুলাই। তুঙ্গে প্রস্তুতি। জেলা থেকে কলকাতামুখী কর্মী-সমর্থকরা।
চড়ছে তৃণমূলের একুশ জুলাইয়ের পারদ। কলকাতা-হাওড়ার বিভিন্ন জায়গায় থাকার বন্দোবস্ত। রান্না, খাওয়া-দাওয়ার আয়োজন। হাওড়ায় তদারকিতে অরূপ রায়।
ফের গুণমান পরীক্ষায় ফেল ১৯০টি ওষুধ। তালিকায় ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন। রিপোর্ট কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের। তালিকায় কলকাতার ল্যাবে পরীক্ষা করা ৪০ ওষুধ।
অসমের পর কর্ণাটক। ফের কাঠগড়ায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি স্যালাইন। কর্ণাটক রাজ্য ড্রাগ কন্ট্রোলের গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল দুই স্যালাইন।
লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিল। পহেলগাঁও হামলার প্রেক্ষাপটে এজবাস্টনে ম্যাচের আগেই আপত্তি শিখর ধাওয়ান সহ একাধিক ক্রিকেটারের।
News Live Update: সোদপুরে অভয়া মঞ্চের ডাকে মশাল মিছিল
আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফের পথে অভয়া মঞ্চ। সোদপুরে অভয়া মঞ্চের ডাকে মশাল মিছিল।
WB News Live: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসেই উত্তরকন্যা অভিযানে বিজেপি
২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসেই উত্তরকন্যা অভিযানে বিজেপি
হাইকোর্টের অনুমতি নিয়ে বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযান
উত্তরকন্যা অভিযানে সামিল হবেন শুভেন্দু অধিকারী






















