Asansol and Ballygunge By Election Result Live: বালিগঞ্জ ও আসানসোলে বিপুল জয়ের পর কালীঘাট মন্দিরে পুজো দিলেন মমতা
Bypoll result live updates : বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা, দুটি কেন্দ্রেই লড়াই হয়েছে চতুর্মুখী
LIVE
Background
বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা, দুটি কেন্দ্রেই লড়াই হয়েছে চতুর্মুখী। আসানসোলে মোট ৮ জন প্রতিদ্বন্দ্বী হলেও, মূল লড়াই ছিল তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিন্হা, বিজেপির অগ্নিমিত্রা পাল, সিপিএমের পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেসের প্রসেনজিৎ পুইতণ্ডির মধ্যে। অন্যদিকে, বালিগঞ্জে তৃণমূলের বাজি বাবুল সুপ্রিয়। বিজেপির প্রার্থী কেয়া ঘোষ। সিপিএমের হয়ে দাঁড়ান নাসিরুদ্দিন শাহের ভাইঝি সায়রা শাহ হালিম। কংগ্রেসের প্রার্থী কামরুজ্জামান চৌধুরী।
WB Byelection Result Live: অগ্নিমিত্রার উল্টো সুর দিলীপ ঘোষের গলায়
অগ্নিমিত্রার উল্টো সুর দিলীপ ঘোষের গলায়। সন্ত্রাসেক তত্ত্বেই অনড় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।
WB Byelection Result Live: হারের জন্য দুঃখপ্রকাশ করে প্রধানমন্ত্রীকে বিজেপি প্রার্থীর ট্যুইট
বিজেপির হাতছাড়া আসানসোল, মোদিকে ট্যুইট অগ্নিমিত্রার। ‘দুঃখিত, চেষ্টা করেছিলাম, কিন্তু আসনটি দিতে পারলাম না, বাংলায় গণতন্ত্রকে খুন করা হচ্ছে, আমার লড়াই চলবে,' হারের জন্য দুঃখপ্রকাশ করে প্রধানমন্ত্রীকে বিজেপি প্রার্থীর ট্যুইট।
WB Byelection Result Live: কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে হলে নতুন করে সংগঠনের বিষয়ে ভাবতে হবে : প্রদীপ ভট্টাচার্য
কংগ্রেসের হার প্রত্যাশিত ছিল, কিন্তু ফল যে এমন তলানিতে নামবে সেটা বোঝা যায়নি। কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে হলে নতুন করে সংগঠনের বিষয়ে ভাবতে হবে, হারের পর প্রতিক্রিয়া কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যর।
WB Byelection Result Live: কী বলছেন দিলীপ ঘোষ?
বালিগঞ্জে বিজেপি প্রার্থী কেয়া ঘোষের জমানত বাজেয়াপ্ত হয়েছে। বিজেপির ভোটাররা ভোট দিতে আসেননি, তৃণমূলের সংখ্যালঘু ভোট ভাগ হয়ে বামেদের ভোটবাক্সে গিয়েছে, দাবি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
WB Byelection Result Live: ভোটে ভরাডুবির পর বিজেপির রাজ্য নেতৃত্বকে তোপ সৌমিত্র খাঁর
‘যাদের বহিষ্কার করা হয়েছিল তাঁদের ফেরানোর কথা ভাবা উচিত’, ভোটে ভরাডুবির পর বিজেপির রাজ্য নেতৃত্বকে তোপ সৌমিত্র খাঁর।