![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
WB By Election Result 2024: মানিকতলায় ২ হাজারের বেশি ভোটে এগিয়ে সাধন পত্নী সুপ্তি, ৪ কেন্দ্রেই এগিয়ে TMC..
West Bengal By Election Result 2024প্রথম রাউন্ডের শেষে উপনির্বাচনে ৪ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল, কোন কেন্দ্রে কে কতটা ভোটে এগিয়ে ?
![WB By Election Result 2024: মানিকতলায় ২ হাজারের বেশি ভোটে এগিয়ে সাধন পত্নী সুপ্তি, ৪ কেন্দ্রেই এগিয়ে TMC.. West Bengal Assembly By Election 2024 TMC got lead in Raiganj Ranaghat Dakshin Bagda Maniktala Constituency TMC Candidate Supti pandey got lead after First round WB By Election Result 2024: মানিকতলায় ২ হাজারের বেশি ভোটে এগিয়ে সাধন পত্নী সুপ্তি, ৪ কেন্দ্রেই এগিয়ে TMC..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/13/31d35fe9f9495e0c16cf819ac30c8eb51720842966253484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সকাল ৯ অবধি পাওয়া খবর অনুযায়ী, মানিকতলায় প্রথম রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল। ২ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূলের সুপ্তি পাণ্ডে। প্রথম রাউন্ডের শেষে ৯২৯ ভোট পেলেন বিজেপির কল্যাণ চৌবে। রানাঘাট দক্ষিণে বিজেপিকে ফেলে এগিয়ে তৃণমূল কংগ্রেস । রায়গঞ্জে প্রথম রাউন্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জে ৩ হাজার ৪৮৪ ভোটে এগিয়ে তৃণমূল । বাগদা উপনির্বাচনে এগিয়ে তৃণমূল কংগ্রেস।
শেষ অবধি পাওয়া খবর (সকাল ৯টা ২০ মিনিট) রায়গঞ্জে দ্বিতীয় রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জে ১০ হাজার ২৫৬ ভোটে এগিয়ে তৃণমূল। সকাল সাড়ে ১০ টার পাওয়া খবর অনুযায়ী, উপনির্বাচনের লড়াইয়ে ৪ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল । মানিকতলায় ষষ্ঠ রাউন্ডের শেষে ২০ হাজার ৮১৮ ভোটে এগিয়ে তৃণমূল। রায়গঞ্জে চতুর্থ রাউন্ডের শেষে ২১ হাজার ৪০৩ ভোটে এগিয়ে তৃণমূল। বাগদায় ষষ্ঠ রাউন্ডের শেষে ১১ হাজার ৭৪৫ বেশি ভোটে এগিয়ে তৃণমূল। রানাঘাট দক্ষিণে পঞ্চম রাউন্ডের শেষে ১৩ হাজার ২০০ ভোটে এগিয়ে তৃণমূল।
আরও পড়ুন, যুবক-যুবতীকে দেখে 'ছেলেধরা' সন্দেহ, পুলিশের ওপর 'হামলা' আসানসোলে..
কলেজের বন্ধুর ওপরেই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের বৈঠকেই মানিকতলার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে সুপ্তি পাণ্ডের নাম চূড়ান্ত হয়েছিল। এরপরেই আনুষ্ঠানিক ভাবে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রীর নামই প্রার্থী হিসাবে ঘোষণা করে তৃণমূল। প্রয়াত সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে বলেন, আমি তো পাশে দাঁড়িয়ে বলছি আমি মার জন্য খুব খুশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরের প্রার্থী আমার মা, বরাবরের। ভালবাসেন ওঁকে, খুব ভালোবাসেন। মানিকতলার প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী ও তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে বলেন, 'ও (শ্রেয়া) কিন্তু ঝাঁকের কই নয়। কেন থাকবে না? আমার আর আছে কে? আমাদের একটা ইলেকশন মেশিনারি আছে কম্পপ্লিট, তারা তো ঝাঁপিয়ে পড়েছে কাজ করার জন্য, শ্রেয়াকে তো আমি রাখবই।'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)