(Source: ECI/ABP News/ABP Majha)
WB BJP Update: বিজেপি-র রাজ্য কমিটিতে রদবদল, নেই সায়ন্তন, সাধারণ সম্পাদক লকেট-অগ্নিমিত্রা
WB BJP Update: রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক হলেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল। রাজ্য বিজেপির সহ সভাপতি হলেন সৌমিত্র খাঁ।
কলকাতা: পুরভোট মিটতেই রাজ্য বিজেপি-তে ব্যাপক রদবদল। মহিলা মোর্চার সভানেত্রী পদ থেকে সরানো হল অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul)। তাঁর জায়গায় এলেন তনুজা চক্রবর্তী। একই সঙ্গে যুব মোর্চার রাজ্য সভাপতির পদ থেকে সরানো হল সৌমিত্র খাঁকে (Saumitra Khan)। তাঁর জায়গায় এলেন ইন্দ্রনীল খাঁ। রাজ্য বিজেপি-র সাদারণ সম্পাদকের পদ খোয়ালেন সায়ন্তন বসুও।
তবে এর পিছনে কোনও রাজনৈতিক কৌশল নেই বলে দাবি গেরুয়া শিবিরের। এ বছর সেপ্টেম্বর মাসে রাজ্য বিজেপি-র সভাপতি নিযুক্ত হয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। নিয়ম অনুযায়ী, নবনিযুক্ত সভাপতি রাজ্য কমিটিতে রদবদল ঘটিয়েই থাকেন। এর পর সুকান্ত জেলাস্তরের সভাপতি পদেও রদবদল ঘটাবেন বলে খবর বিজেপি সূত্রে।
বুধবার যে বড় রদবদল হল বিজেপি-তে, তাতে সহ-সভাপতির পদ পেলেন জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। সৌমিত্রকেও সহ-সভাপতি করা হয়েছে। রাজ্য বিজেপির সহ-সভাপতি পদ থেকে সরানো হল জয়প্রকাশ মজুমদার এবং সুভাষ সরকারকে।
মহিলা মোর্চার দায়িত্ব থেকে সরিয়ে রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক করা হল অগ্নিমিত্রা পালকে। লকেট চট্টোপাধ্যায়ও (Locket Chatterjee) সাধারণ সম্পাদক রয়েছেন। অর্জুন সিংহ আগে থেকেই সহ সভাপতি পদে ছিলেন। খগেন মুর্মুকে তফসিলি মোর্চা থেকে সরিয়ে সহ-সভাপতি করা হয়েছে।
West Bengal BJP announces party's State Committee including Morcha Presidents, in-charges and co-incharges of depts.
— ANI (@ANI) December 22, 2021
11 Vice Presidents, 5 Secretaries and 12 Secretaries among others appointed. pic.twitter.com/P65UCM3Zlv
সহ সভাপতি- জগন্নাথ সরকার, অর্জুন সিংহ, রথীন বসু, খগেন মুর্মু, শ্যামাপদ মণ্ডল, সঞ্জয় সিংহ, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র খাঁ, কৃষ্ণ বৈদ্য, সমিত দাস, মধুছন্দা কর।
সাধারণ সম্পাদক-লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাত, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মণ, জগন্নাথ চট্টোপাধ্যায়।
সম্পাদক-শঙ্কর ঘোষ, গোপাল সাহা, গৌরীশঙ্কর ঘোষ, ফাল্গুনী পাত্র, প্রিয়ঙ্কা টিবরেওয়াল, অশোক ডিন্ডা, বিমান ঘোষ, নবারুণ নায়েক, সোনালী মুর্মু, লক্ষ্মণ ঘোড়ুই, দীপাঞ্জন গুহ, উমেশ রাই।
প্রধান মুখপাত্র-শমীক ভট্টাচার্য, মুখপাত্র- জয়প্রকাশ মজুমদার, মোহিত রায়, শ্রীরূপা মিত্র চৌধুরী, সন্ময় বন্দ্যোপাধ্যায়, বিমলশঙ্কর নন্দা, দেবজিৎ সরকার, শতরূপা, সুদীপ্ত গুহ, রুদ্রনীল ঘোষ, অরিন্দম ভট্টাচার্য।
মিডিয়া প্যানেলিস্ট-অর্চনা মজুমদার, দীপ্তিমান সেনগুপ্ত, কেয়া ঘোষ, রাজলক্ষ্মী বসু, সজল ঘোষ, অরুণ শাহ, রাজর্ষি, লাহিড়ি, রাজ চৌধুরী, পলাশ অধিকারী, তমসা চট্টোপাধ্যায়।
মোর্চা সভাপতি
• মহিলা মোর্চা-তনুজা চক্রবর্তী, যুব মোর্চা-ইন্দ্রনীল খাঁ, তফসিলি মোর্চা-সুদীপ দাস, তফসিলি জনজাতি-জোয়েল মুর্মু, অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) মোর্চা-অজিত দাস, কিষাণ মোর্চা-মহাদেব সরকার, সংখ্যালঘু মোর্চা-চার্লস নন্দী।
সোশ্যাল মিডিয়া
• ইনচার্জ-উজ্জ্বল পারিক, সহকারি ইনচার্জ-রাকেশ বসু, নীলাঞ্জন দাস, বিজয় ঘোষাল, রত্নেশ সিংহ।
আইটি বিভাগ
• ইনচার্জ-জয় মল্লিক, রাম্যজ্যোতি সরকার।
মিডিয়া বিভাগ
• ইনচার্জ-তুষারকান্তি ঘোষ, সহকারি ইনচার্জ-সপ্তর্ষি চৌধুরী, কালিচরণ শ।
মিডিয়া রিলেশন বিভাগ
• ইনচার্জ-শিশির বাজোরিয়া, সহকারি ইনচার্জ-অনুপম ঘোষ
এ দিন রাজ্য বিজেপি-র তরফে যে তালিকা প্রকাশ করা হয়, তাতে সম্পাদক হিসেবে নাম রয়েছে বিধায়ক দীপক বর্মণ, শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ, গোপাল ঘোষ, ফাল্গুনী পাত্রের। বিধানসভা উপ নির্বাচনে ভবানীপুরে মমতা বন্দ্য়োপাধ্যায়কে টেক্কা দেওয়া প্রিয়ঙ্কা টিবরেওয়ালকেও সম্পাদক নিয়োগ করা হয়েছে। তুলে আনা হয়েছে বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক ডিন্ডাকেও।
এ ছাড়াও, বিধায়ক বিমান ঘোষ, লক্ষ্মণ ঘোড়ুই সম্পাদক নিযুক্ত হয়েছেন। সহকারী কোষাধ্যক্ষ থেকে কোষাধ্যক্ষ হলেন আশিস বাপট। অন্য দিকে, রাজ্য বিজেপির মুখপাত্র হলেন জয়প্রকাশ মজুমদার, রুদ্রনীল ঘোষ, মোহিত রায়।