West Bengal Budget DA Increase : সুখবর ! রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি
'এই বাজেট কর্মসংস্থানের বাজেট' বললেন মুখ্যমন্ত্রী
কলকাতা : রাজ্য বাজেটে ( West Bengal Budget 2023 ) বড় ঘোষণা । রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানো হল। আগামী মার্চ মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ( Chandrima Bhattacharya ) । রাজ্যে রাজ্য সরকারী কর্মীদের একাংশ টানা আন্দোলন ( DA Agitation ) চালাচ্ছেন বকেয়া ডিএ-র দাবিতে। এই মুহূর্তে এই বৃদ্ধি নিঃসন্দেহে বড় ঘোষণা ।
ধর্নামঞ্চের প্রতিক্রিয়া
বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে ২০ দিনে পড়েছে আজ রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান ( Sit In Agitation ) । এদিন ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়েন আরও এক অনশনকারী। আন্দোলনকারী সুজাতা সাহাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বুধবার শহিদ মিনারে ৩ জন অনশন করছিলেন। এদের মধ্যে একজন অসুস্থও হয়ে পড়েন।
অন্যদিকে, বুধবারই বকেয়া DA নিয়ে সরকারকে সময়সীমা বেঁধে দেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা। এদিনের মধ্যে সরকার পদক্ষেপ না করলে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি দেন তাঁরা। পাশাপাশি, ১২ জুলাই কমিটির ডাকে শুক্রবার বিধানসভা অভিযানকে সমর্থন জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই পরিস্থিতিতে এই বৃদ্ধির ঘোষণা তাঁদের তুষ্ট করতে পারে বলে আশা করেছিলেন অনেকে। তবে ডিএ নিয়ে এই ঘোষণায় খুশি নন আন্দোলনকারীদের একাংশ। তাঁরা চালিয়ে যাবেন এই ধর্না অবস্থান। এমনটাই প্রতিক্রিয়া ধরা পড়ল এবিপি আনন্দর ক্যামেরায়।
আরও পড়ুন : বাজেট সংক্রান্ত সব তথ্য এই লিঙ্কে
পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয়েছেন ৩৫ শতাংশ। বকেয়া DA-র দাবিতে ১৩ ফেব্রুয়ারি একদিনের কর্মবিরতির ডাক দেন আন্দোলনকারীরা। তাই সোমবার দিনভর ফাইলে কলম চালানোই বন্ধ রাখেন সরকারি কর্মীদের একাংশ! দফায় দফায় মিছিল, স্লোগান-শাউটিংয়ে দিনভর তেতে থাকে আন্দোলন। ১৭ তারিখ বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা।
গতবছর ২০ মে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটাতে হবে।
রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানালেও, ২২ সেপ্টেম্বর তা খারিজ করে দেয় আদালত। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ৪ নভেম্বর, সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার। পাশাপাশি বকেয়া DA নিয়ে রাজ্য সরকার, আদালতের নির্দেশ মানেনি, এই অভিযোগে মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। ৫ নভেম্বর, হাইকোর্টে হলফনামা দিয়ে সরকার জানায়, এই পরিস্থিতিতে অতিরিক্ত DA দেওয়া রাজ্য সরকারের আর্থিক সামর্থ্যের বাইরেই শুধু নয়, অতিরিক্ত DA দিতে গেলে রাজ্যের অর্থনীতিতে বিপর্যয়মূলক প্রভাব পড়বে।