WB By Election 2024:'আগে BJP-কে যারা ভোট দিয়েছেন, তাঁরা হয় ভোট দেননি, অথবা TMC-কে দিয়েছেন...',জয়ের ব্যাখ্যা কুণালের
Kunal On By Election TMC Win: উপনির্বাচনে তৃণমূলের চারে চার, কী বললেন কুণাল ঘোষ ?
কলকাতা: উপনির্বাচনে তৃণমূলের চারে চারের ব্যাখ্যা কুণালের। বিজেপির যাবতীয় অভিযোগ ওড়ালেন তৃণমূলের কুণাল ঘোষ। একেবারেই ঘরোয়া ফুটবল ম্যাচের স্টাইলে বিজেপিকে জোর কটাক্ষ করলেন তিনি। গেয়ে উঠলেন 'হেরেছে , হেরেছে।' কুণালের উৎসাহে বাকিরাও মেলালেন গলা।
'হেরেছে , হেরেছে'
এদিন কুণাল ঘোষ বলেন, আমরা নিশ্চিত ছিলাম, ৪-এ ৪ হবে। কারণ দেশে বিজেপি ধাক্কা খাচ্ছে। বাংলায় বিজেপি ধাক্কা খেয়েছে। এবং লোকসভার পর যখন বিধানসভার উপ নির্বাচন, মানুষ নিশ্চিত ছিল যে, ভোটটা নষ্ট করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, ফলে উন্নয়নের হাত শক্তিশালী করতে, বিজেপি নয়, তৃণমূলকেই ভোটটা দিতে হবে।' আগে যারা তৃণমূলকে ভোট দিয়েছেন, এবারেও তাঁরা নিজের জায়গায় স্থির। কিন্তু যারা আগে বিজেপিকে ভোট দিতে গিয়েছিলেন, তাঁর হয় ভোট দিতে যাননি, অথবা তৃণমূল কংগ্রেস-মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদেরকে দিয়েছেন।
সাংবাদিক: এমন কোনও রসায়ন আছে, যে রসায়েন ১ মাসের মধ্যে সমীকরণ বদলে গেল ?
কুণাল : তার কারণ মানুষ বুঝতে পারছে, যে মানুষ কোনও আশা করে বিজেপিকে ভোট দিয়েছিলেন,..আবকি বার ৪০০ পার,.. কিছু মানুষ বিভ্রান্ত হয়েছিলেন। লোকসভার ভোট আলাদা । বিধানসভার ভোট আলাদা। পরে তাঁরা দেখেছেন, সারা দেশে বিজেপি কমে গিয়েছে। একা সরকার হয়নি। NDA এর সরকার হচ্ছে। নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডুকে তেল মারতে হচ্ছে। আর বাংলায় বিজেপি অনেকটা কমে গিয়েছে। তাই তাঁরা আর ভোট নষ্ট করেননি।
সাংবাদিক: লোকসভা নির্বাচনে সুদীপ বন্দ্যোপাধ্যায়, গোটা নির্বাচন পরিচালনার দায়িত্ব না দিয়ে কি ভুল করেছিলেন ?
কুণাল : এটা নিয়ে আমি কোনও মন্তব্য করব না। সুদীপদা নিশ্চিতভাবে আমাদের নেতা এবং উত্তর কলকাতার সাংসদ। আমরা সবাই মিলে চেষ্টা করেছি, মমতাদি নিজে এতগুলি প্রোগাম করেছেন। আমাদের নির্দেশ দিয়েছেন। এবং সুদীপদাও খুব সুন্দরভাবে জিতেছেন। ...' মূল প্রশ্নের উত্তর না পাওয়ার ফের প্রশ্নটি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন সাংবাদিক।
সাংবাদিক: প্রশ্নটা হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ৩ হাজারে জিতেছিলেন মানিকতলা, সেইখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ যখন দায়িত্বে এলেন, সেখানে কিন্তু মার্জিনটা বদলে গেল।
কুণাল : সাধন পাণ্ডের প্রতি আমাদের একটা শ্রদ্ধাঞ্জলির বিষয় রয়েছে। এবং আমি কৃতজ্ঞ যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একটি কোর কমিটি করে দিয়েছেন। সর্বস্তরের নেতা কর্মীরা, সেই নির্বাচন প্রসেসটাকে সাহায্য করেছেন..'
সাংবাদিক: যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সময় হয়নি, তাই তো ?
কুণাল : সেটা আমি ওইভাবে কোনও তুলনায় যাব না। কিন্তু পরিকল্পিত রণকৌশল ছিল আমাদের।
আরও পড়ুন, বাগদায় পরাজিত BJP প্রার্থীকে ঘিরে 'জয় বাংলা' স্লোগান তৃণমূলের, 'ছাপ্পা ভোট না হলে জিততাম..'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।