College Admission: অনলাইনেই ভর্তি স্নাতকস্তরে, সিলমোহর বৈঠকে
Online Admission: এই সুবিধার কারণে, রাজ্যের যে কোনও প্রান্তের পড়ুয়া বাড়িতে বসেই যে কোনও কলেজে স্নাতক স্তরে ভর্তির আবেদন করতে পারবেন।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজ্যে স্নাতক স্তরে (Graduation) ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে (Online) সিলমোহর। এই সুবিধার কারণে, রাজ্যের যে কোনও প্রান্তের পড়ুয়া বাড়িতে বসেই কলেজের স্নাতক স্তরে ভর্তির (Admission) আবেদন করতে পারবেন।
কী ব্যবস্থা:
সূত্রের খবর, সমস্ত কলেজে ভর্তির জন্য তৈরি হবে একটাই পোর্টাল (portal)। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছেন, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর অনুমোদন মিলেছে, চলতি বছরেই কার্যকর হবে এই অনলাইন ব্যবস্থা। স্বচ্ছতার জন্য়ই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী।
এতদিন ধরে এমন দাবি ছিল। এর আগে শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু, সেবারও তিনি এই পদ্ধতি চালু করার চেষ্টা করেছিলেন। যদিও এই অনলাইন ব্যবস্থা চালু করা যায়নি। এর আগে আলাদা করে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন ব্যবস্থা করেছিল। এবার অনলাইন ব্যবস্থা চালু হলে, বাড়ি বসে যে কোনও কলেজে আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। কলেজে শারীরিক ভাবে উপস্থিত হতে হবে না। এর পদ্ধতির মাধ্যমেই ওই পড়ুয়া জানতে পারবেন গোটা রাজ্যের হিসেবে তিনি কোন অবস্থানে রয়েছেন। উচ্চ শিক্ষা সংসদের অধীনে এই পোর্টাল থাকবে।
বারবার অভিযোগ:
এর আগে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে একাধিক অসঙ্গতি, বেনিয়ম, স্বজনপোষণের অভিযোগ প্রকাশ্যে এসেছে। ভর্তির ক্ষেত্রে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। নাম জড়িয়েছে শাসক দলের ছাত্র সংগঠনের। সেটা এড়াতেই এমন পদ্ধতির ভাবনাচিন্তা।
মন্ত্রীর বক্তব্য:
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 'মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন। তিনি বলেছেন, সেই ভাবেই এটা সিদ্ধান্ত হল। পরিকাঠামো কী, এই বছরেই এই ব্যবস্থা নেওয়া হয়, তাহলে তাXরা করতে পারবেন কিনা সেই তথ্য নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এই তথ্য জানিয়েছেন। এবার বসে সিদ্ধান্ত জানাব।'
কী বলছেন উপাচার্য:
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) উপাচার্য সুরঞ্জন দাস (Suranjan Das) বলেন, 'এটা খুবই সময়োপযোগী সিদ্ধান্ত। এর ফলে ভর্তির বিষয়ে স্বচ্ছতা বাড়বে। পড়ুয়াদের একটা কলেজ থেকে একটা কলেজে যেতে হবে না। স্বচ্ছতা থাকবে।'
আরও পড়ুন: সাড়ে ৫ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সিবিআইয়ের মুখোমুখি অনুব্রত
Education Loan Information:
Calculate Education Loan EMI