WB Corona Cases: রাজ্যে ১ দিনে নতুন করে করোনা সংক্রমিত ১,১১৩; মৃত্যু ৭ জনের
এই সময়পর্বে রাজ্যে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ২,৪১০ জন। পাশাপাশি গত ১ দিনে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মারা গিয়েছেন ৭ জন।
রাজ্যে আজও করোনা সংক্রমণ ১০০০-এর কোটায়। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ১,১১৩ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২০,৯২,৮৮০ জন। এই সময়পর্বে রাজ্যে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ২,৪১০ জন। পাশাপাশি গত ১ দিনে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মারা গিয়েছেন ৭ জন।
WB COVID-19 Daily Health Bulletin: 30 July 2022. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) July 30, 2022
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ৩০ জুলাই ২০২২। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/LgKSuGoCEX
অন্যদিকে দেশে করোনা-গ্রাফের ওঠানামা চলছেই। দৈনিক মৃত্যুর সংখ্যাবৃদ্ধিতে নতুন করে উদ্বেগ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪০৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ৪০৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩২। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৩১২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪০ লক্ষ ১৩৮। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ৯৮ হাজার ১১৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৭ কোটি ৬০ লক্ষ ২৭ হাজার ৯৭১।
রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে চলতি মাসেই। খোঁজ মিলেছে ওমিক্রন BA.4 এবং BA.5-এর মিশ্র প্রজাতির। তবে কি, নতুন নতুন ভ্যারিয়েন্টের হাত ধরে আসতে পারে কোভিডের ফোর্থ ওয়েভ? আশঙ্কার কথা উড়িয়ে দিচ্ছেন না চিকিত্সকরা।
করোনার প্রথম ঢেউয়ের মূলে ছিল ভ্যারিয়েন্ট আলফা। দ্বিতীয় ঢেউয়ে ডেল্টা। তৃতীয় ঢেউয়ে ভয়ঙ্করভাবে ছড়াতে থাকে ওমিক্রন। রোগ প্রকোপের ভয়াবহতা কাটিয়ে সবে যখন দেশ ধাতস্থ হচ্ছে, তখন করোনার সংক্রমণ হঠাৎ করে গতি পাওয়ায় বাড়ছে উদ্বেগ। প্রশ্ন উঠছে, এটা কি করোনার চতুর্থ ঢেউয়ের বিপদ বার্তা? নতুন নতুন ভ্যারিয়েন্টের হাত ধরেই কি ধেয়ে আসছে ফোর্থ ওয়েভ?
ইতিমধ্যেই রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে! করোনা আক্রান্ত একজনের নমুনায় মিলেছে ওমিক্রনের মিশ্র প্রজাতির খোঁজ! ওমিক্রন BA.4 এবং BA.5 মিশ্র প্রজাতির নমুনা ধরা পড়েছে কল্যাণীর NIBMG এর জিনোম সিকোয়েন্সিংয়ে। তবে, স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই বিশেষ প্রজাতিতে রোগীর মৃত্যুর সম্ভাবনা কম। এর আগে দক্ষিণ ভারতে BA.4 ও BA.5-র মতো প্রজাতির হদিশ মিললেও, এই প্রথম করোনার মিশ্র প্রজাতির হদিশ পাওয়া গেল বাংলায়।