WB Corona Cases: ২৪ ঘণ্টায় দ্বিগুণ বাড়ল রাজ্যের করোনা সংক্রমণ, এক সপ্তাহের মধ্যেই আসতে পারে তৃতীয় ঢেউ?
WB Corona Cases: সবমিলিয়ে আজ রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,৩৫,০৩৪ জন। আজ রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৮,৭৭৬ জন। যা গতকালে
কলকাতা: কার্যত দ্বিগুণ হল রাজ্যের করোনা সংক্রমণ (Covid Case), গতকালের ১০০০-এর কোটার ছাড়িয়ে আজ কোভিড আক্রান্তের (Covid Infected) সংখ্যা ২০০০-এর কোটায়। বৃহস্পতিবার রাজ্য় স্বাস্থ্য দফতরের (WB Health Department) প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২,১২৮ জন। সবমিলিয়ে আজ রাজ্যে (West Bengal Corona) করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,৩৫,০৩৪ জন। আজ রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৮,৭৭৬ জন। যা গতকালের তুলনায় ১,০৪৯ বেশি।
এই সময় পর্বে রাজ্যে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যু হল ১৯,৭৫৩ জনের। সরকারি বুলেটিন (Health Bulletin) অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১,০৬৭ জন। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৬,০৬,৫০১ জন। আজ রাজ্যে সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.২৫ শতাংশ।
West Bengal reports 2,128 fresh COVID cases, 1,067 recoveries, and 12 deaths today
— ANI (@ANI) December 30, 2021
Active cases: 8,776
Total recoveries: 16,06,501
Death toll: 19,757 pic.twitter.com/IVeaukZ9gn
ওমিক্রন (Omicron)-উদ্বেগের মাঝেই দেশে করোনায় (India Corona) একলাফে প্রায় ৪৩ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। তবে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ১৯৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩০২। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ২২ হাজার ৪০ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮০ হাজার ৮৬০ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, দেশের ২২টি রাজ্যে ছড়িয়েছে ওমিক্রন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮০ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৬১। দিল্লিতে সবথেকে বেশি ২৬৩ জন আক্রান্ত। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৫২।