WB Corona Cases: রাজ্যে খানিক কমল করোনার দৈনিক সংক্রমণ, মৃত ২
West Bengal Corona Cases: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩৫ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের।
কলকাতা: ফের চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কত ছিল? মৃতের সংখ্যাই বা কত? রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী কী জানা যাচ্ছে?
রাজ্যের করোনা-গ্রাফ
ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। এই রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা কমলেও গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী, শুক্রবারের তুলনায় রাজ্যে কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩৫ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের।
রাজ্যে করোনায় পজিটিভিটি রেট ৭ দশমিক ২৭ শতাংশ।
WB COVID-19 Daily Health Bulletin: 25 June 2022. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) June 25, 2022
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ২৫ জুন ২০২২। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/RUruy4gO0z
দেশের করোনা পরিস্থিতি
ফের উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা-গ্রাফ। দৈনিক সংক্রমণ কমলেও, তা আজও ১৬ হাজার ছুঁইছুঁই। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৪০ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৭ হাজার ৩৩৬।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের।
- গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৩।
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৯৭৪ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৩ লক্ষ ৭৮ হাজার ২৩৪।