WB Corona Cases: রাজ্যে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, ১ দিনে সংক্রমিত ২৭২ জন
Covid: গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ১৯৫ জন। এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের।
কলকাতা: গতকালের তুলনায় রাজ্যে বাড়ল করোনার গ্রাফ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২৭২ জন। এ নিয়ে রাজ্য়ে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১,০৫,২২২ জন। গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ১৯৫ জন। এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৪ জন।
WB COVID-19 Daily Health Bulletin: 23 August 2022. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) August 23, 2022
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ২৩ আগস্ট ২০২২। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন। #BengalFightsCorona pic.twitter.com/F59z2SaQ7x
দেশের করোনা পরিস্থিতি: দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। দৈনিক আক্রান্তের সংখ্যা নামল আজও ১০ হাজারের নীচে। আরও কমল অ্যাক্টিভ কেসের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৮৬ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ৫৩১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৬। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৪১৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৩ লক্ষ ৫৭ হাজার ৫৪৬। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৪ লক্ষ ৫৪ হাজার ৬৯৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৯ কোটি ৬৫ লক্ষ ১১ হাজার ৩৯৫।
ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ: করোনার পাশাপাশি ডেঙ্গিতেও জেরবার রাজ্য। ডেঙ্গি প্রবণ ওয়ার্ডগুলি নিয়ে বিশেষ পর্যালোচনা কলকাতা পুরসভার। ডেপুটি মেয়রের দাবি, ১০৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গির বাড়বাড়ন্তের অন্যম কারণ কচুগাছ। শিকড়ে জমা জলেই বংশবিস্তার করছে ডেঙ্গির। তাই কচুগাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। বৃষ্টির মধ্যেই জমা জলে মশার আতঙ্ক! কলকাতা থেকে জেলা, চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, ম্যালেরিয়া। বিশেষজ্ঞরা বলছেন, ঘরের মধ্যে বা আশেপাশে জল জমতে দেবেন না। জ্বর হলে অবহেলা করবেন না। পরামর্শ নিন চিকিত্সকের।
আরও পড়ুন: South DumDum: দক্ষিণ দমদম পুরসভার কর্মীকে মারধর, অভিযোগের তির কাউন্সিলরের দিকে