WB Corona Cases: রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ৪৩৯, বাড়ল মৃতের সংখ্যা
WB Corona Cases: এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিত হলেন ১৬,৩১,০৬৫ জন। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৫৪৪ জন। আজ এ রাজ্যে সক্রিয় করোনা সংক্রমিতের সংখ্যা ৭,৪৩৩ জন। যা গতকালের তুলনায় ১৭ জন কম।
কলকাতা: একদিকে যখন উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন (Omicron) তখন রাজ্যে সাময়িক স্বস্তি। সোমবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য় দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত (Corona) হয়েছেন ৪৩৯ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিত হলেন ১৬,৩১,০৬৫ জন। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৫৪৪ জন। আজ এ রাজ্যে সক্রিয় করোনা সংক্রমিতের সংখ্যা ৭,৪৩৩ জন। যা গতকালের তুলনায় ১৭ জন কম।
অন্যদিকে এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১০ দিনের। সরকারি হিসেবে সবমিলিয়ে এ পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১৯,৭২৬ জন। গতকাল রাজ্যে মৃত্যু হয়েছিল ৫ জনের। উল্লেখ্য, সরকারি বুলেটিন অনুযায়ী আজ রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৪৪৬ জন। সবমিলিয়ে এপর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৬,০৩,৯০৬ জন।
ওমিক্রন-উদ্বেগের মধ্যেই দেশে করোনায় দৈনিক মৃত্যু বাড়ল, কমল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৩১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৯৮৭।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৬২। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার ৯৯৭ জনের।
মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৯৩ হাজার ৩৩৩।
অন্যদিকে, দেশের ১৯টি রাজ্যে মিলেছে ওমিক্রন আক্রান্তের হদিশ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৬ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৭৮। দিল্লিতে সবথেকে বেশি ১৪২ জন আক্রান্ত। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৪১। ওমিক্রন নিয়ে উদ্বেগের মাঝে সতর্ক থাকতে বলে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৩ লক্ষ ৯৯ হাজার ৭৮১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ৯৯ লক্ষ ৬ হাজার ৫৬৯।