WB Corona Cases: রাজ্য়ে কমল করোনার দৈনিক সংক্রমণ, ১ দিনে মৃত্যু ৯ জনের
গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৬২০ জন। আজ রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭,৫৯০ জন। যা গতকালের তুলনায় ৯ জন বেশি। অন্যদিকে এই সময় পর্বে রাজ্যে করোনা (Corona) সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের।
কলকাতা: গতকালের তুলনায় অনেকটাই কমল করোনা সংক্রমণ (Covid-19)। সোমবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) বুলেটিন অনুযায়ী রাজ্যে (West Bengal) গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪৬৫ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের (Corona Affected) সংখ্যা বেড়ে হল ১৬,১৯,৭২২ জন। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৬২০ জন। আজকের হিসেবে রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭,৫৯০ জন। যা গতকালের তুলনায় ৯ জন বেশি।
অন্যদিকে এই সময় পর্বে রাজ্যে করোনা (Corona) সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। গতকাল রাজ্যে (West Bengal) করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছিলেন ১০ জন। অর্থাৎ আজ ১ জন হলেও রাজ্য়ে মৃতের সংখ্যা কম। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্য়ে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারালেন ১৯,৫৫৩ জন।
উল্লেখ্য এই সময় পর্বে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৫০৫ জন। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৫,৯২, ৫৭৯ জন।
WB COVID-19 Daily Health Bulletin: 06 December 2021. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) December 6, 2021
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ০৬ ডিসেম্বর ২০২১। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/BBcVj4S7NG
অন্যদিকে দেশে (India) করোনায় (Corona) ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Ministry of Health & Family Welfare) সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩০৬ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৮৯৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২১১ জনের।
বিহার (Bihar) ও কেরল (Kerala) মৃত্যু সংক্রান্ত তথ্য পরিমার্জন করায়, গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে হয় ২ হাজার ৭৯৬। স্বাস্থ্য মন্ত্রকের (Union Ministry of Health & Family Welfare) পরিসংখ্যান বলছে, দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ৫৩৭ জনের।
মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লক্ষ ৪১ হাজার ৫৬১। এদিকে ভারতে ওমিক্রনে (Omicron) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১। রাজস্থানে (Rajasthan) ৯ জন এবং মহারাষ্ট্রে (Maharastra) আরও ৭ জনের শরীরে মিলেছে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ। এই পরিস্থিতিতে বুস্টার ডোজ ও ১৮ বছরের কম বয়সীদের ভ্যাকসিন নিয়ে সোমবার জরুরি বৈঠকে বসতে চলেছে টিকাকরণের (Vaccination) টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ (Technical Advisory Group)