WB Corona Cases: রাজ্যে ১ দিনে নতুন করে করোনা সংক্রমিত ৮৩৫, মৃত্যু ৩৪ জনের
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয় মৃত্যু হয়েছে ৩৪ জনের। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ২০, ৮২৩ জন। যদিও বিগত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যে মৃত্যুর সংখ্যা ৩০এর ওপরেই রয়েছে।
কলকাতা: রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে অনেকটাই কমেছে করোনা সংক্রমণ। রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮৩৫ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০,০৫,৮৭২ জন। রাজ্যে ৬ ফেব্রুয়ারি করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৭,৯৯৪, যা গতকালের তুলনায় ১,২৮২ জন কম।
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয় মৃত্যু হয়েছে ৩৪ জনের। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ২০, ৮২৩ জন। উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যে মৃত্যুর সংখ্যা ৩০-এর ওপরেই রয়েছে। যা খানিক উদ্বেগজনক। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,০৮৩ জন। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯,৬৭,০৫৫ জন।
WB COVID-19 Daily Health Bulletin: 06 February 2022. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) February 6, 2022
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ০৬ ফেব্রুয়ারি ২০২২। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/eS0cUi8nL8
অন্যদিকে দেশে করোনায় (Coronavirus) দৈনিক মৃত্যুর সংখ্যা নামল হাজারের নিচে। শনিবারও তা হাজারের উপরেই ছিল । কমল দৈনিক সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮৬৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৫৯।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৪৭৪ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ২৭ হাজার ৯৫২।
- দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২১ লক্ষ ৮৮ হাজার ১৩৮ জন।
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১ হাজার ৯৭৯ জনের।
- দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৭ দশমিক ৪২ শতাংশ।
শনিবারের তুলনায় সবদিক থেকেই আশাব্যাঞ্জক আজকের করোনাগ্রাফ। কিছুটা হলেও স্বস্তি। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছিল ১ হাজার ৫৯ জনের। আজ তা ৮৬৫ । শনিবার হিসেব অনুযায়ী আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ লক্ষ ২৭ হাজার ৯৫২ জন।
অন্যদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরের (WB Health Department) বুলেটিন অনুযায়ী শনিবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত (Covid Positive Case) হয়েছেন ১ হাজার ৪৫ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ৫ হাজার ৩৭ জন। শুক্রবার রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯১৬ জন। শনিবার রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৯ হাজার ২৭৬ জন। রাজ্যে টানা ২২দিন তিরিশের উপরেই করোনায় মৃত্যু হয়েছে। দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও, রাজ্যে একদিনে ৩১জনের মৃত্যু হয়েছে ।