West Bengal COVID Update: সাড়ে চার মাস পর ৭০০ পার দৈনিক সংক্রমণ, শীর্ষে কলকাতা, বুস্টারে কম সাড়া
WB Daily COVID Update: এমন পরিস্থিতিতে ফের মাস্ক পরা, দূরত্ববিধি বজায় রাখার উপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা।
কলকাতা: রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে নোভেল করোনাভাইরাস (Novel Coronavirus)। নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ৭৪৫ জন (Daily COVID Cases)। প্রায় সাড়ে চার মাস পর ফের ৭০০-র কোটা পেরলো দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় ১৫০ শতাংশ বাড়ল সংক্রমণ। এমন পরিস্থিতিতে ফের মাস্ক পরা, দূরত্ববিধি বজায় রাখার উপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা। সতর্ক না হলে ফের বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা।
রাজ্যে ফের ৭০০ পার দৈনিক করোনা সংক্রমণ
গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বৃদ্ধির ফলে রাজ্যে সংক্রমণের হারও বেড়ে ৭ শতাংশ পার (Positivity Rate)। প্রতিদিন যত নমুনা পরীক্ষা হয় (COVID Test) তার মধ্যে প্রতি ১০০ জনে যত জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে, তাকে সংক্রমণের হার ধরা হয়। গত ২৪ ঘণ্টায় কোনও করোনা রোগীর প্রাণহানি হয়নি। রাজ্যে সুস্থতার হার এই মুহূর্তে ৯৮.৮০ শতাংশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী (West Bengal Health Department), এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ২০। এর মধ্যে ২ হাজার ৯২৪ জন রোগী বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। ৯৬ জন ভর্তি হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছে উঠেছেন ১৭১ জন রোগী। এই মুহূর্তে রাজ্যে মৃত্যুর হার ১.০৫ শতাংশ।
আরও পড়ুন: সাড়ে চার মাস পর ফের ৭০০ পার দৈনিক সংক্রমণ, শীর্ষে কলকাতা, সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসকরা
জেলাগুলির মধ্যে দৈনিক সংক্রমণের নিরিখে এই মুহূর্তে কলকাতাই শীর্ষেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৩১ জন। উত্তর ২৪ পরগনায় নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে ১৬৫ জনের শরীরে। দক্ষিণ ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪ জন।
জেলাগুলির মধ্যে সংক্রমণে শীর্ষে কলকাতা
রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে ৭১ হাজার ৩৯৮টি। রাজ্যে এখনও পর্যন্ত প্রথম টিকা নিয়েছেন ৭ কোটি ২৫ লক্ষ ৬৩ হাজার ৪৬২ জন মানুষ দ্বিতীয় টিকা নিয়েছেন ৬ কোটি ৩২ লক্ষ ৫ হাজার ৭৪৮ জন নাগরিক। বুস্টার টিকা নেওয়ার ক্ষেত্রে সাড়া সেই তুলনায় কম মিলেছে। এখনও পর্যন্ত ৩৪ লক্ষ ২৮ হাজার ৬৯৫ জন মানুষই বুস্টার টিকা নিয়েছেন।