Siliguri : ডেঙ্গি আক্রান্ত মেয়র পারিষদও, শিলিগুড়িতে বাড়ছে উদ্বেগ, বিক্ষোভ বিজেপির
Dengue : ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতিতে, শিলিগুড়িতে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা প্রচার চালাচ্ছে বামেরা।

সনৎ ঝা ও ঝিলম করঞ্জাই, শিলিগুড়ি : কলকাতা (Kolkata) থেকে উত্তর ২৪ পরগনা, হাওড়া থেকে মুর্শিদাবাদ। দক্ষিণবঙ্গ জুড়ে ভয়ঙ্কর গতিতে বাড়ছে ডেঙ্গি-সংক্রমণ (Dengue Cases)। প্রতিদিনই কোনও না কোনও ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হচ্ছে। এবার এই ভয়ঙ্কর চেহারা উত্তরবঙ্গেও। শিলিগুড়িতেও ক্রমশ বাড়ছে ডেঙ্গি উদ্বেগ। শিলিগুড়ি পুরসভার এক মেয়র পারিষদও ডেঙ্গি আক্রান্ত হয়েছেন।
চিন্তা বাড়ছে উত্তরবঙ্গে
স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে, জলপাইগুড়িতে গত ১ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছে ২৬৬ জন। মোট আক্রান্তের সংখ্যা, ৩ হাজার পেরিয়ে গেছে। এদিকে, দার্জিলিং গত ৭দিনে ডেঙ্গি আক্রান্ত হয়েছে ২৪৪ জন। সেখানেও মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আড়াই হাজার পেরিয়ে গেছে। ডেঙ্গি আক্রান্ত হয়েছেন শিলিগুড়ি পুরসভার ১ মেয়র পারিষদ। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পুরসভার এক সাফাইকর্মীরও।
রাজনৈতিক চাপানউতোর
ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতির জন্য তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার মেয়র, গৌতম দেবকে দায়ী করে শুক্রবার, চার নম্বর বোরোর সামনে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। অন্যদিকে তথ্য গোপনের অভিযোগ তুলে শিলিগুড়ি পুরনিগমের সামনে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন, 'খেলা মেলা নিয়ে ব্যস্ত। শিলিগুড়িতে পরিকল্পনা নিয়ে ডেঙ্গি মোকাবিলা করতে হয়। ওরা কিছু করেনি। ভয়ঙ্কর পরিস্থিতি। শ্বেতপত্র প্রকাশ করুক'। বিজেপির অভিযোগকে পাত্তা দিতে চায়নি তৃণমূল। শিলিগুড়ি পুরসভার মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব বলেছেন, 'গুজরাতে এত লোক ব্রিজ ভেঙে মরছে। ওদের এটা নিয়ে কথা বলাই উচিত নয়।'
এদিকে, শিলিগুড়িতে এখন ডেঙ্গি পরিস্থিতির জন্য, আবার আগের বাম পরিচালিত পুরবোর্ডকে দায়ী করছে, বর্তমানে পুরবোর্ডের দায়িত্বে থাকা তৃণমূল! দার্জিলিংয়ের তৃণমূল মুখপাত্র বেদব্রত দত্ত বলেছেন, 'সিপিএমের অনিয়মের বলি হচ্ছি আমরা। সাফাই হচ্ছে না, সেটা স্বীকার করছে কাজ হচ্ছে। আশা করি আতঙ্ক থেকে মুক্তি মিলবে।' পাল্টা সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জীবেশ সরকারের খোঁচা, 'অপদার্থ সরকার।'
ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতিতে, শিলিগুড়িতে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা প্রচার চালাচ্ছে বামেরা। গত ২৭ অক্টোবর রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৪২ হাজার ৬৬৬। ৫ দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০ হাজারের কাছাকাছি চলে গেছে।
আরও পড়ুন- ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে প্রথম স্থানে কলকাতা পুর এলাকা,পজিটিভিটি রেটেও শীর্ষে






















