Dengue Protest : রাজ্যজুড়ে ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি, কাল থেকে আগামী ৭ দিন বিজেপির প্রতিবাদ কর্মসূচি
BJP-TMC : তৃণমূল শিবিরের খোঁচা, ধর্না-অবস্থান করে এই পরিস্থিতির মাঝে অসুবিধা তৈরি না করে বিজেপিকে বলব রাজ্যের বিভিন্ন জায়গায় জায়গায় যেভাবে কাজ হচ্ছে, তাতে সাহায্য করুন। প্রচার অভিযানে সামিল হোন।
শিবাশিস মৌলিক, কলকাতা : ডেঙ্গি পরিস্থিতির (Dengue Scare) অবনতির প্রতিবাদে নিয়ে এবার রাজ্যজুড়ে আন্দোলনে নামছে বিজেপি (BJP)। কাল থেকে আগামী ৭ দিন রাজ্যজুড়ে বিজেপির প্রতিবাদ কর্মসূচি। একসঙ্গে আন্দোলনে নামছে বিজেপি যুব মোর্চা, টিচার সেল, ডক্টর সেল ও স্বাস্থ্য পরিষেবা সেল। বিভিন্ন পুরসভা ও স্বাস্থ্যকেন্দ্রের (Health Centres) সামনে চলবে বিজেপির প্রতিবাদ। ধর্না, অবস্থান বিক্ষোভের পরিকল্পনা নেওয়া হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে।
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) বলেছেন, রাজ্যজুড়ে ব্যর্থ সরকার ও বিভিন্ন স্থানীয় প্রশাসন। ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গি পরিস্থিতি। রাজ্য সরকারের তরফে লুকনো হচ্ছে প্রকৃত তথ্য। কখনও অজানা জ্বর, কখনও জাপানি জ্বর বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মানুষের প্রাণ বিপন্ন। তারই প্রতিবাদে আগামীকাল থেকে ৭ দিন রাজ্যজুড়ে ধর্না, অবস্থান, বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলা জুড়ে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে পুরসভার (Municipality) সামনে দেখানো হবে প্রতিবাদ, বিক্ষোভ।
বিজেপি শিবিরের রাজ্যব্যাপী যে ধর্না-অবস্থান কর্মসূচির ঘোষণার পরই তাদের দিকে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসকদলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেছেন, ধর্না-অবস্থান করে এই পরিস্থিতির মাঝে অসুবিধা তৈরি না করে বিজেপিকে বলব রাজ্যের বিভিন্ন জায়গায় জায়গায় যেভাবে কাজ হচ্ছে, তাতে সাহায্য করুন। প্রচার অভিযানে সামিল হোন। মানুষকে সতর্ক করুন, জল-জঞ্জাল যেন কোথাও কোনওভাবে জমতে না পারে।
এদিকে, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে প্রতিবাদে পুরসভা ঘেরাও করতে এসে পুলিশকে হুমকি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। পুলিশের জল, বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন দিলীপ ঘোষ।রাস্তায় মশারি খাটিয়ে অবরোধ বিজেপি কর্মী-সমর্থকদের। স্বাস্থ্যভবনে শুভেন্দু অধিকারীর বিক্ষোভ। ডেঙ্গি নিয়ে ২২ জন বিধায়ককে নিয়ে স্মারকলিপি দিতে যান বিরোধী দলনেতা। গেটেই শুভেন্দু অধিকারীকে আটকে দিল পুলিশ। আগেভাগেই পুলিশ গেট বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ শুভেন্দু। করোনার থেকেও ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ, দাবি শুভেন্দু অধিকারীর। সরকারের ডেঙ্গি নিয়ে বৈঠককে আইওয়াশ বললেন বিরোধী দলনেতা।
ডেঙ্গিতে এখনও পর্যন্ত রাজ্যে আক্রান্ত ৪০ হাজার ছুঁইছুঁই। বেসরকারি মতে ডেঙ্গিতে এখনও পর্যন্ত ৪৫ জনের মৃত্যু। যদিও এখনও পর্যন্ত ৩ জন ডেঙ্গি আক্রান্তর মৃত্যু বলে দাবি সরকারি সূত্রে।
আরও পড়ুন- 'করোনার থেকেও ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ', স্বাস্থ্যভবনে শুভেন্দুর বিক্ষোভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন