![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
National Education Policy: স্নাতক স্তরে ৪ বছরের পড়াশোনা! মোদি সরকারের শিক্ষানীতি 'মানল' রাজ্য
UGC: 'নতুন বিধি বিবেচনা করুক বিশ্ববিদ্যালয়গুলি,' ইউজিসি-র (UGC) আর্জিকে উল্লেখ করে জানাল রাজ্য (West Bengal)।
![National Education Policy: স্নাতক স্তরে ৪ বছরের পড়াশোনা! মোদি সরকারের শিক্ষানীতি 'মানল' রাজ্য West Bengal government adheres the education policy set by central government, know in details National Education Policy: স্নাতক স্তরে ৪ বছরের পড়াশোনা! মোদি সরকারের শিক্ষানীতি 'মানল' রাজ্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/17/61f8b1b48651da2ebaefb4538b19e4b3167907755415051_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: মোদি (PM Modi) সরকারের শিক্ষানীতি 'মানল' রাজ্য। বিশ্ববিদ্যালয়গুলিকে চিঠি শিক্ষা দফতরের। 'নতুন বিধি বিবেচনা করুক বিশ্ববিদ্যালয়গুলি,' ইউজিসি-র (UGC) আর্জিকে উল্লেখ করে জানাল রাজ্য (West Bengal)। নতুন শিক্ষানীতিতে এবার ৪ বছরের স্নাতক স্তরে পড়াশোনা।
মোদি সরকারের শিক্ষানীতি 'মানল' রাজ্য: ৩৪ বছর পর ২০২০ সালে জাতীয় শিক্ষানীতিতে বদল আনে মোদি সরকার। প্রথম থেকেই যার বিরোধিতা করেছে রাজ্য সরকার। এবার সেই শিক্ষানীতির একটা অংশ মেনে নিল রাজ্য। আজকেই রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে রেজিস্ট্রারদের চিঠি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন যে সার্কুলার পাঠিয়েছে, যে বিধি বিবেচনা করুক রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি। নতুন যে সিস্টেম চালু হচ্ছে তা লাগু করতে হবে রাজ্যকে। নতুন শিক্ষানীতিতে আছে ৩ বছরের স্নাতক কোর্স হবে ৪ বছরের। যেখানে ৭৫ শতাংশের বেশি নম্বর স্নাতকোত্তর কোর্স না করলেও সরাসরি পিএইচডি তে যুক্ত হওয়া যাবে।
২০২০ সালে যে নতুন জাতীয় শিক্ষানীতি আনা হয়, তাতে একগুচ্ছ পরিবর্তন ছিল। যেখানে বলা হয়-
১. ইউজিসি, এআইসিটিই- র মতো উচ্চশিক্ষার নিয়ামক সংস্থা তুলে একটিমাত্র নিয়ামক সংস্থা হবে।
২. স্নাতক স্তরের কোর্সের মেয়াদ হবে ৪ বছর।
৩. স্নাতকোত্তর স্তরের কোর্সের মেয়াদ হবে ১ অথবা ২ বছর।
৪. পাঁচ বছর ইন্টিগ্রেটেড পদ্ধতিতেও স্নাতক এবং স্নাতকোত্তর করা যাবে।
৫. নতুন শিক্ষানীতিতে তুলে দেওয়া হয়েছে এম ফিল কোর্স।
৬. কলেজে স্নাতক অথবা স্নাতকোত্তর স্তরে প্রবেশিকা পরীক্ষার যাবতীয় দায়িত্ব ন্যাশনাল টেস্টিং এজেন্সির হাতে।
৭. কলেজগুলিকে প্রশাসনিক সহ অর্থনৈতিক স্বশাসন দেওয়া হচ্ছে।
৮. একাদশ-দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান, কলা বিভাগের তফাৎ থাকবে না।
৯. কেউ ইঞ্জিনিয়ারিং পড়লেও তার সঙ্গে বাংলা, সঙ্গীতের মতো বিষয় নিয়ে পড়ার সুযোগ থাকবে।
১০. নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৮ টি সেমিস্টারের কথা বলা হয়েছে।
১১. পঞ্চম শ্রেণী পর্যন্ত আঞ্চলিক ভাষায় গুরুত্ব দেওয়া হয়েছে।
১২. প্রাক-প্রাথমিকে যোগ হবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী, এরপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীকে রাখা হয়েছে প্রাথমিকে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণী উচ্চ প্রাথমিক।
১৩. স্কুল শিক্ষায় ত্রি ভাষা নীতি চালু করা হবে। যেখানে আঞ্চলিক, ইংরেজি ভাষার সঙ্গে সংস্কৃতকেও রাখার কথা বলা হয়েছে।
আরও পড়ুন: Mamata-Akhilesh Meet: 'গণতন্ত্র বাঁচাতে একজোট হতে হবে,' মমতার সঙ্গে বৈঠকের পর বার্তা অখিলেশের
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)