Calcutta High Court: নিয়োগ মামলায় শিক্ষাসচিবকে তলব, রাতেই নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের, ডিভিশন বেঞ্চে আবেদন
Judge Abhijit Ganguly:সূত্রের খবর, সকাল সাড়ে ১০টার আগেই ডিভিশন বেঞ্চ বসিয়ে রাজ্যের আবেদনের শুনানির আর্জি জানানো হয়েছে।
সৌভিক মজুমদার, কলকাতা: SSC নিয়োগে অতিরিক্ত শূন্যপদে (SSC CasE) বেনামি-আবেদনের কৈফিয়ত চেয়ে শিক্ষাসচিব মণীশ জৈনকে (Manish Jain) হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Judge Abhijit Ganguly)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাতেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার (Calcutta High Court)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শিক্ষাসচিবকে আদালতে হাজিরার নির্দেশ ছিল
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শিক্ষাসচিবকে আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। SSC-র অতিরিক্ত শূন্যপদে বেনামি-আবেদনের কৈফিয়ত চান বিচারপতি। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাতে প্রধান বিচারপতির সচিবালয় মারফত ই-মেল করে আবেদন জানায় রাজ্য।
সূত্রের খবর, সকাল সাড়ে ১০টার আগেই ডিভিশন বেঞ্চ বসিয়ে রাজ্যের আবেদনের শুনানির আর্জি জানানো হয়। পাশাপাশি, অতিরিক্ত শূন্যপদে বেনামি-আবেদনের প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে রাজ্যের তরফে।
আরও পড়ুন: Anubrata Mondal: অনুব্রতর এক কোটি টাকার লটারি আসলে কে পেয়েছিলেন? সেই ব্যক্তির খোঁজে তল্লাশি CBI-এর
গতকাল বিচারপতি গঙ্গোপাধ্যায় বেনামি আবেদনের ক্ষেত্রে সিবিআই তদন্ত এবং বৃহস্পতিবার সকালে শিক্ষাসচিব মণীশ জৈনকে হাজিরার নির্দেশ দেন। এই দুই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে রাজ্য। এ নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে, তাঁর অনুমতি সাপেক্ষে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়।
অর্থাৎ বৃহস্পতিবার উপযুক্ত বেঞ্চের দৃষ্টি আক্রষণ করে, মামলার গুরত্ব রয়েছে জানিয়ে, আজই শুনানির আর্জি জানাবে রাজ্য। কিছুদিন আগে স্কুল সার্ভিস কমিশনের তরফে চারটি আবেদন জানানো হয়। তাতে অবৈধ এবং বাতিল হওয়া প্রার্থীদের অতিরিক্ত শূন্যপদে নিয়োগের আবেদন জানায়। গতকাল আবার সেই আবেদন প্রত্যাহারে অনুমতি চাওয়া হয়। তাতে বিচারপতি প্রশ্ন করেন, কমিশনের আইনজীবীর উদ্দেশে লিখিত নির্দেশের প্রতিলিপি রয়েছে কিনা।
বিচারপতির দুই নির্দেশের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে আবেদন
কিন্তু কমিশনের তরফে দেওয়া অনুমতিপত্র মেলেনি। তাই কমিশনকে সামনে রেখে অন্য কেউ আবেদন করেছে বলে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাই সেগুলি বেনামি। তার নেপথ্যে কে রয়েছেন, খতিয়ে দেখতে হবে সিবিআই-কে। একই সঙ্গে শিক্ষাসচিববে আদালেত হাজিরার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওই দুই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার। আজ সকাল সাড়ে ১০টায় শুনানি শুরু হলে, পরবর্তী ঘটনাক্রম কোন দিকে এগোয়, সে ব্যাপারে ইঙ্গিত মিলবে।