Governor vs Kalyan Banerjee: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপাল! দায়ের করলেন অভিযোগ!
কল্যাণ বন্দোপাধ্যায়ের উদ্দেশে হুঙ্কার ছাড়লেন সি ভি আনন্দ বোস। এবার মঙ্গলবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপাল।

কলকাতা: সপ্তমে পৌঁছেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম রাজ্যপালের সংঘাত। যার জেরে সোমবার নজিরবিহীন দৃশ্য ধরা পড়েছিল রাজভবনে।
CRPF জওয়ানদের আনাগোনা, বম্ব স্কোয়াড... ডগ স্কোয়াড....বাদ গেল না কিছুই। তৃণমূল সাংসদের ভয়ঙ্কর অভিযোগের পর, নিজেই CRPF-কে ডেকে রাজভবনে তল্লাশি চালালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপরও অন্য দিকে মোড় নিল সংঘাত। কল্যাণ বন্দোপাধ্যায়ের উদ্দেশে হুঙ্কার ছাড়লেন সি ভি আনন্দ বোস। এবার মঙ্গলবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপাল। তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের রাজ্যপালের। 'রাজভবনে বোমা-বন্দুক' কল্যাণের অভিযোগের পাল্টা অভিযোগ। বম্ব স্কোয়াড দিয়ে তল্লাশির পরে এবার থানায় অভিযোগ রাজ্যপালের।
এদিকে, রাজ্যপালের হুঙ্কারের পাল্টা তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল সাংসদও। এর আগে রাজ্যপালের সিভি আনন্দ বোস বলেছিলেন, 'রাজভবনের প্রতিটি কোয় তল্লাশি চলছে। কিছু পাওয়া যায়নি। আশা করি কিছু পাওয়াও যাবে না। যদি সাংসদ মিথ্যে কথা বলেন তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে, সাংবিধানিক পদ নিয়ে এমন মন্তব্যের জন্য।তাঁর মন্তব্য আইন বিরোধী। যেটা সহ্য করা যায় না।'
এদিকে, তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'জীবনে যদি সংবিধান মেনে চলত তাহলে ভাল হত, যখন সমালোচনা হয়েছে উনি যদি বলতেন কোথায় আমার ভুল হয়েছে, আপনারা বলে দিন, তখন আমরা বলে দিলে ওঁর উন্নতি হত, সংবিধান মানেননি, বিজেপির চামচাগিরি করে গেছেন।'
রাজ্যপাল বনাম তৃণমূল সাংসদের এই সংঘাত নিয়ে চড়ছে রাজনীতির পারদ। যা নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'কল্যাণবাবু দক্ষ আইনজীবী। আমি মন্তব্য করব না। যথেষ্ট বিবেচনা দিয়ে করা উচিত। কিন্তু রাজ্যপাল যেভাবে প্যানিকড, বোঝা যাচ্ছে কোথাও কোনও সমস্যা ছিল কিনা, খতিয়ে দেখা দরকার।'
অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'রাজ্যপাল হয়তো গুরুত্ব দিচ্ছেন, যেহেতু চারবারের এমপি আর হাইকোর্টে আইনজীবী তাই। উনি ব্যক্তিগত কল্যাণ বন্দোপাধ্যায়কে জেনে করেননি।'
সব মিলিয়ে রাজভবনকে কেন্দ্র করে যেন রাজনীতির ঘনঘটা।






















