Health Department Calls Doctors Organisation: মিলবে সমাধান সূত্র! সোমবার চিকিৎসকদের সংগঠনগুলিকে স্বাস্থ্যভবনে বৈঠকের ডাক
RG Kar Doctor Protest: মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর হাসাপাতালের জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার শুনানি রয়েছে। তার ঠিক আগে সোমবার সমস্ত চিকিৎসক সংগঠনগুলিকে বৈঠকে ডাকল স্বাস্থ্য ভবন।
কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG Kar Doctors death Case) ঘটনার পর লাগাতার আন্দোল শুরু করেছে জুনিয়র চিকিৎসকরা। প্রথমে দাবি পূরণের জন্য কর্মবিরতি পালন করেছেন তাঁরা। তাতেও রাজ্য সরকারের কোনও ভ্রুক্ষেপ দেখা না গেলে শেষ পর্যন্ত ১০ দফা দাবি পূরণের জন্য শুরু করেছেন গত শনিবার রাত থেকে শুরু করেছে আমরণ অনশন। যার জেরে এখনও পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন অনশনকারী চিকিৎসদের বেশ কয়েকজন। যাদের মধ্যে কারও কারও অবস্থা বেশ আশঙ্কাজনক।
আর ঠিক এই সময়ে জুনিয়র ডাক্তারদের অনশনের ৯ দিনের মাথায়, দ্বিতীয়বার বৈঠকের জন্য তাঁদের স্বাস্থ্য ভবনে আহ্বান করল রাজ্য সরকার। এবার ডেকে পাঠানো হল সমস্ত চিকিৎসক সংগঠনকে। সব সংগঠনের ২ জন করে প্রতিনিধিকে বৈঠকে যোগ দিতে অনুরোধ করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ।
সোমবার অর্থ্যাৎ আগামীকাল স্বাস্থ্যভবনে বেলা ১২টায় হবে এই বৈঠক হওয়ার কথা। এদিকে লাগাতার অনশন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। যার জেরে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে কয়েকজনকে। অন্যদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি রয়েছে। তার আগেই সোমবার বৈঠক ডাকল রাজ্য সরকার।
অন্যদিকে, ১৫ অক্টোবর রেড রোডে পুজো কার্নিভালের দিন, দ্রোহের কার্নিভালের ডাক দেওয়া হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের পক্ষ থেকে। চিকিৎসক সহ সমাজের সমস্ত স্তরের মানুষকে এই কার্নিভালে অংশ নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে চিকিৎসকদের সংগঠনের তরফে। পাশাপাশি, ১৪ অক্টোবর কর্মস্থলে প্রতীকী অনশন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ার আবেদনও জানানো হয়েছে। সোমবার সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ওই প্রতীকী অনশনের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। সমাজের সর্বস্তরের মানুষের কাছে সোমবার ১২ ঘণ্টা অনশন করার আহ্বান জানিয়েছে তারা। তাদের আসা যেভাবে তাদের আন্দোলনে সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন এতেও তারা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেবেন। পাশাপাশি তারা তাকিয়ে রয়েছে আগামীকালের বৈঠক কতটা ফলপ্রসূ হয় তার দিকেও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।