WB Govt Jobs: স্বাস্থ্য দফতরে শূন্যপদ ১১,৫২১, জারি হল নিয়োগের বিজ্ঞপ্তি
West Bengal Health Department: বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরে তরফে নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যের স্বাস্থ্য দফতরে (West Bengal Health Department) এ বার একগুচ্ছ পদে নিয়োগের সিদ্ধান্ত সরকারের (WB Government Jobs)। স্বাস্থ্য দফতরের বিভিন্ন বিভাগে সব মিলিয়ে ১১ হাজার ৫২১টি শূন্যপদ পূরণ করা হবে বলে জানানো হল। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ল্যাবকর্মী-সহ বিভিন্ন পদে নিয়োগ শুরু হবে বহলে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর (WB Government Recruitment)।
স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ
বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরে তরফে নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে লিখিত নির্দেশিকায় বলা হয়েছে যে, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং আরবান হেলথ সেন্টারগুলিতে চিকিৎসক, নার্স,স্বাস্থ্যকর্মী, ল্যাবকর্মী-সহ বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হবে নিয়োগ। কিছু নিয়োগ হবে চুক্তিভিত্তিক, কিছু পার্টটাইম, বাকিটা আউটসোর্সিং (WB Government Jobs)।
তবে এক দিকে, স্বাস্থ্য দফতর যখন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করছে, সেই সময়ই চুক্তিভিত্তিক সাফাইকর্মীদের বকেয়া বেতন এবং অন্যান্য দাবিতে জোড়া বিক্ষোভ হল কলকাতা মেডিক্যাল কলেজে। দুপুরে বিক্ষোভ করে তৃণমূলের কর্মী ইউনিয়ন। বিকেলে মিছিল করে গিয়ে ডেপুটেশন জমা দেয় বিজেপি।
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঠিকাদার সংস্থার অধীনে কাজ করেন প্রায় সাড়ে ৫০০ চুক্তিভিত্তিক সাফাইকর্মী। ছুটির দিনে তাঁদের কাজের বেতন মেটানোর দাবিতে দুপুরে বিক্ষোভ করে হাসপাতালের তৃণমূলের কর্মী ইউনিয়ন। বিকেলে তাঁদের বকেয়া বেতনের দাবিতে বিজেপি মিছিল করে ডেপুটেশন দেয়। বউবাজার থেকে মিছিল যায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে। মিছিলে সামিল হন চুক্তিভিত্তিক সাফাইকর্মীরাও।
ডিএ নিয়ে টানাপোড়েন আদালতে
অন্য দিকে, ২০২০ সালের মধ্যে, রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে হবে--- কলকাতা হাইকোর্টের এই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। এ দিন তার শুনানিতে, আদালত জানায়, সরকারি কর্মীদের মহার্ঘভাতা পাওয়ার অধিকার আছে। শুক্রবার এই মামলার শুনানি শেষ হতে পারে।