![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
WB Health Director: RG Kar কাণ্ডের মধ্যেই রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা, নিয়োগীর জায়গায় কাকে নিয়োগ ?
West Bengal Health Director: আরজি কর কাণ্ডের মধ্যেই রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হলেন কে ?
![WB Health Director: RG Kar কাণ্ডের মধ্যেই রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা, নিয়োগীর জায়গায় কাকে নিয়োগ ? West Bengal Health Director changed Debasish Halder posted during RG Kar Doctors Death Mystery Murder Case WB Health Director: RG Kar কাণ্ডের মধ্যেই রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা, নিয়োগীর জায়গায় কাকে নিয়োগ ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/12/c8f2a3a6486662c414490c80ab29a3081723485192220484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আরজি কর কাণ্ডের মধ্যেই রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা। রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হচ্ছেন দেবাশিস হালদার। অবসরের পরেও স্বাস্থ্য অধিকর্তার দায়িত্বে ছিলেন সিদ্ধার্থ নিয়োগী। অবসরের পর ১৫ মাস স্বাস্থ্য অধিকর্তার দায়িত্বে ছিলেন সিদ্ধার্থ নিয়োগী। রাজ্যের যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা ছিলেন দেবাশিস হালদার।
মহিলা চিকিৎসক খুনে উত্তাল রাজ্য-রাজনীতি
অপরদিকে, মহিলা চিকিৎসক খুনে উত্তাল রাজ্য-রাজনীতি। প্রতিবাদে নেমেছে কলকাতা-সহ জেলায় জেলায় চিকিৎসকেরা। ঠিক এমনই এক পরিস্থিতিতে আজ সকালে আরজি কর থেকে ইস্তফা দেওয়ার পর, বিকেলে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ করা হল সন্দীপ ঘোষকে। ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষকে পাঠানো হল স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্য ভবনে বদলি ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ অজয় রায়। বিতর্কিত আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবার ন্যাশনাল মেডিক্যালে। স্বাস্থ্য ভবন থেকে আরজি করের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন সুহৃতা পাল।আরজি কর মেডিক্যালের এমএসভিপি হলেন বুলবুল মুখোপাধ্যায়। বিতর্কিত আরজি করের অধ্যক্ষকে ন্যাশনাল মেডিক্যালে পাঠাল সরকার।
সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দিল স্বাস্থ্য দফতর
আরজি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দিল স্বাস্থ্য দফতর। সাসপেন্ড করা হয়েছে চেস্ট মেডিসিন বিভাগের চারতলার নিরাপত্তার দায়িত্বে থাকা ২ চুক্তিভিত্তিক রক্ষীকে। সন্ধেয় পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, আরজি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্টান্ট কমিশনার চন্দন গুহকে সরিয়ে দেওয়া দেওয়া হয়েছে। মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আন্দোলনে উত্তাল আরজি কর মেডিক্য়াল কলেজ হাসপাতাল। হাতে হাতে প্ল্যাকার্ড, মুখে মুখে স্লোগান। বন্ধ জরুরি বিভাগ। মঞ্চ বেঁধে চলছে চিকিৎসকদের আন্দোলন ।
আরও পড়ুন, আরজিকরের ৭জন চিকিৎসককে ডেকে লালবাজারে জিজ্ঞাসাবাদ, আগামীকাল তলবের মুখে কারা ?
বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকরা
এই প্রেক্ষাপটে রবিবার দুপুরে, আরজি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দিল স্বাস্থ্য দফতর। সাসপেন্ড করা হয়েছে চেস্ট মেডিসিন বিভাগের চারতলার নিরাপত্তার দায়িত্বে থাকা ২ চুক্তিভিত্তিক রক্ষীকে। কিন্তু, এই পদক্ষেপে সন্তুষ্ট নন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি, ১২ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ, সুপার ও চেষ্ট মেডিসিন বিভাগের প্রধানের পাশাপাশি আরজি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিককে অপসারণ করতে হবে। প্রকাশ্যে আনতে হবে ময়নাতদন্তের রিপোর্ট। পাশাপাশি, বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)