West Bengal News Live : ফের কলকাতায় প্রধানমন্ত্রী, আজ ফোর্ট উইলিয়ামে উদ্বোধন করবেন কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের
এরাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের পাশাপাশি পরীক্ষা দেন উত্তরপ্রদেশ-সহ ভিনরাজ্যের পরীক্ষার্থীরা। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
LIVE

Background
নির্বিঘ্নে শেষ হল SSC-র একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা। ফের পরীক্ষায় বসলেন দুহাজার তেইশে চুল কামিয়ে প্রতিবাদ করা পাঁশকুড়ার রাসমণি পাত্র। বাঁকুড়ায় শিরদাঁড়া বিক্রি নেই টিশার্ট পরে পরীক্ষা দিলেন ২ পরীক্ষার্থী। নবম-দশমের পরীক্ষার মতো এদিনও এরাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের পাশাপাশি পরীক্ষা দেন উত্তরপ্রদেশ-সহ ভিনরাজ্যের পরীক্ষার্থীরা। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
পুজোর পরেই বেরোবে এসএসসি-র রেজাল্ট। নভেম্বর থেকে শুরু হবে ইন্টারভিউ। মঙ্গলবার নবম-দশমের মডেল উত্তরপত্র ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একাদশ-দ্বাদশের মডেল উত্তরপত্র ওয়েবসাইটে প্রকাশ করা হবে ২০ সেপ্টেম্বরের মধ্যে। মডেল উত্তরপত্র চ্যালেঞ্জ করার জন্য ৫ দিন সময় পাবেন পরীক্ষার্থীরা। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বাড়তি ১০ নম্বর যোগ করা হবে ইন্টারভিউর আগে। দু'দফার পরীক্ষা শেষে জানাল এসএসসি।
সোমবার ফোর্ট উইলিয়ামে 'কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স'-এর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। তার আগে রবিবারই রাজ্যে এলেন প্রধানমন্ত্রী। তিন বাহিনীর সমন্বয় থেকে সেনার পরিকাঠামো, স্ট্র্যাটেজি- একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে এই সম্মেলনে। এ নিয়ে গত ৫ মাসে চারবার রাজ্য়ে এলেন নরেন্দ্র মোদি। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
WB News Live : ভোট এলেই ডেলি প্যাসেঞ্জারের মতো আসা যাওয়া শুরু হয় প্রধানমন্ত্রীর, খোঁচা কুণাল ঘোষের
গত ৫ মাসে চার বার পশ্চিমবঙ্গে এলেন প্রধানমন্ত্রী। ভোট এলেই ডেলি প্যাসেঞ্জারের মতো আসা যাওয়া শুরু হয় প্রধানমন্ত্রীর। খোঁচা তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।
Narendra Modi : কনফারেন্সে চার ঘণ্টা থাকার পর কলকাতা থেকে বিহারে যাচ্ছেন মোদি
২ দিনের সফরে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স'-এর উদ্বোধন করার পর ফেরার পথে প্রধানমন্ত্রী
। কনফারেন্সে চার ঘণ্টা থাকার পর কলকাতা থেকে বিহারে যাচ্ছেন মোদি






















