Denmark Postal Services : শেষ চিঠি পৌঁছাল ঠিকানায়, ৪০০ বছরের ঐতিহ্যে ইতি ! বিশ্বের প্রথম দেশ হিসাবে পোস্টাল সার্ভিস তুলে দিল ডেনমার্ক
Postal Services: ডেনমার্কে চলতি বছরের গোড়া থেকেই লাল রঙের আইকনিক মেইলবক্স তুলে নেওয়া শুরু হয়েছিল।

৪০০ বছরের পুরনো ঐতিহ্য। কত স্মৃতি জড়িয়ে। কিন্তু, দেশ পুরোপুরি ডিজিটাল হওয়ার পথে। তাই ৪০০ বছরের পুরনো ঐতিহ্যকে এবার বিদায় জানিয়ে দিল ডেনমার্ক। উঠে গেল সে দেশের পোস্টাল সার্ভিস PostNord। রাষ্ট্রপোষিত এই পরিষেবা মঙ্গলবারই শেষ চিঠি পৌঁছে দেন বার্তা-প্রাপকের কাছে। আর এর সঙ্গে সঙ্গে বিশ্বের প্রথম দেশ হিসাবে এই কাজ করে ফেলল ডেনমার্ক। সশরীরে গিয়ে চিঠি পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা আর এই যুগে নেই বলে মনে করেছে তারা। তাই ডিজিটাল যুগে আর্থিক দৃষ্টিভঙ্গির কথা ভেবে সরকারিভাবে এই সিদ্ধান্ত গ্রহণ ডেনমার্কের।
সিএনএন-এর দেওয়া তথ্য অনুসারে, ২০০০ সালে ডেনমার্কের পোস্টাল সার্ভিস PostNord যে সংখ্যক চিঠি পৌঁছে দিয়েছিল, ২০২৪ সালে তার থেকে ৯০ শতাংশের বেশি কম গন্তব্যে পৌঁছে দিতে হয়েছে তাদের। আমেরিকা-সহ বিশ্বের বিভিন্ন দেশে একই প্রবণতা দেখা গেছে। ২০০৬ সালের তুলনায় ২০২৪ সালে মার্কিন ডাক পরিষেবা প্রায় অর্ধেক ডাক সরবরাহ করেছে। দিন দিন যেহেতু সবকিছুতেই অনলাইন পরিষেবা শুরু হয়ে যাচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়েই চিঠি লেখার প্রবণতাও ক্রমাগত হারিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ডেনমার্কে চলতি বছরের গোড়া থেকেই লাল রঙের আইকনিক মেইলবক্স তুলে নেওয়া শুরু হয়েছিল। জুন থেকে শুরু হওয়া সেই কাজে দেশজুড়ে ছড়িয়ে থাকা প্রায় দেড় হাজার মেইলবক্স খুলে ফেলা হয়। এমনকী ডিসেম্বর মাসেই, সংস্থার তরফে দানশীল কাজের জন্য এই মেইলবক্সগুলি বিক্রি করে দেওয়া হয়। কিন্তু, চমকপ্রদ বিষয় হল, এইসব মেইলবক্স কেনার জন্য মানুষের মধ্যে উৎসাহের কোনও অভাব ছিল না। হাজার হাজার ডেনমার্কবাসী অন্তত একটা মেইলবক্স কেনার চেষ্টা করেন। যার জেরে ডেনমার্কের ক্রোন মুদ্রায় তার দামও ওঠে ১৫০০ থেকে ২০০০ পর্যন্ত। অবশ্য মেইলবক্সের অবস্থা অনুযায়ী তার দাম নির্ধারণ করা হয়। এই তথ্য একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে যে, বর্তমান সময়ে পোস্টাল সার্ভিস সে অর্থে তাঁরা ব্যবহার না করলেও, এর সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে ডেনমার্কের বহু মানুষের।
তবে, এখনও যদি কেউ একইভাবে চিঠি পাঠাতে চান, তার বন্দোবস্তও আছে। রিটেল শপের কিয়স্কে তা দিয়ে আসতে হবে। সেখান থেকে বেসরকারি ক্যুরিয়র কোম্পানি DAO তা গন্তব্যে পৌঁছে দেবে। ডেনমার্কের পাশাপাশি বিদেশেও সেই চিঠি পৌঁছে দেওয়া হবে। এছাড়া, পার্সেল পৌঁছানোর কাজ করে যাবে PostNord। অনলাইন শপিং বেড়ে যাওয়ায় যে পরিষেবার চাহিদা রয়েছে বিপুল।






















