SLST Job Aspirants : রাজপথে আন্দোলনের ৮০০ তম দিন হকের চাকরির দাবি-প্রার্থনায় কালীঘাট মন্দিরে পুজো SLST চাকরিপ্রার্থীদের
Job Scam : হকের চাকরি পেতে আর কতদিন রাস্তায় বসে থাকতে হবে ? সরকার কবে সদয় হবে তাঁদের ওপর ? কালীঘাটে মায়ের কাছে প্রশ্ন SLST চাকরিপ্রার্থীদের।
উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : হকের চাকরির দাবিতে রাজপথেই কাটছে দিন। ৮০০ দিনে পড়েছে তাঁদের আন্দোলন। দাবি আদায়ে জারি থাকা আন্দোলনের পাশাপাশি এবার প্রার্থনা মায়ের কাছেও। এদিন কালীঘাট মন্দিরে (Kalighat Temple) পুজো দিলেন SLST চাকরিপ্রার্থীরা। পুজোর ডালা নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে কালী মায়ের মনস্কামনা জানিয়েছেন। হকের চাকরি পেতে আর কতদিন রাস্তায় বসে থাকতে হবে ? সরকার কবে সদয় হবে তাঁদের ওপর ? কালীঘাটে মায়ের কাছে প্রশ্ন SLST চাকরিপ্রার্থীদের।
আন্দোলনের ৮০০ তম দিনে একাধিক কর্মসূচি রয়েছে হকের চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া চাকরিপ্রার্থীদের। কালীঘাট মন্দির এলাকায় কালি-ঝুলি মেখে প্রতিবাদ থেকে রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে চিঠি লেখা রয়েছে যে কর্মসূচিতে। সেই সমস্ত কর্মসূচির প্রাক্কালে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করার বার্তাই দিয়েছেন তাঁরা।
চাকরিপ্রার্থীদের প্রায় ১০-১২ জনের একটি দল মঙ্গলবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দেয়। কেন কালীঘাট মন্দিরে পুজো জানতে চাইলে, চাকরিপ্রার্থীদের বক্তব্য, কোনও বিপদ হোক বা শুভক্ষণ, মায়ের স্মরণাপন্ন হন অনেকেই। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একাধিকবার দেখা গিয়েছে কালীঘাট মন্দিরে পুজো দিতে। তাই হকের চাকরির দাবিতে যে লড়াই দীর্ঘদিন তাঁরা চালাচ্ছেন, সেই বিপদ থেকে মুক্তির আশা ও লড়াইয়ের শক্তি দিতে মায়ের পুজো দেওয়ার ভাবনা নেন তাঁরা।
পাশাপাশি চাকরিপ্রার্থীদের বক্তব্য, তাঁদের দাবি একটাই। যোগ্যরা যেন চাকরি পান। দীর্ঘদিন ধরে তাঁরা যে লড়াই চালাচ্ছেন, তা বাংলার মানুষ দেখছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) কাছেও তাঁদের অনুরোধ, যাতে যোগ্যরা হকের চাকরি পান, তা যেন তিনি নিজে নিশ্চিত করেন। প্রসঙ্গত, নিয়োগ সংক্রান্ত একাধিক ইস্যু আদালতে এই মুহূর্তে বিচারাধীন।
আরও পড়ুন- বঙ্গে বৈধ-বাজি কী ? কোন কোন নিয়ম মেনে চলার কথা গাইডলাইনে ?
প্রসঙ্গত, কিছুদিন আগেই নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তির দাবিতে এসএসসি, এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ছড়িয়েছিল। সল্টলেকের আচার্য সদন অভিযানে উত্তেজনা তৈরি হয়েছিল। মেট্রো স্টেশন, বাসস্ট্যান্ডে জমায়েতের সময়ই আটক করা হয় বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে। এরই মধ্যে, আচমকাই উইপ্রো মোড় হয়ে আচার্য সদনের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকজন চাকরিপ্রার্থী। টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বিক্ষোভকারীদের।
আরও পড়ুন, আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?