Kurmi Community Protest : আদিবাসী কুড়মি সমাজের দাবি আদায়ে ফের রেল রোকো ! প্রবল সমস্যায় নিত্যযাত্রীরা
Train Cancellation : আদ্রা ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে আদ্রা পুরুলিয়া শাখার ৩০ টি ট্রেন বাতিল করা হয়েছে, চারটি ট্রেনের পথ পরিবর্তন ও পদ সংক্ষিপ্ত করা হয়েছে।
হংসরাজ সিংহ ও সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া : ফের একবার শুরু কুড়মি সম্প্রদায়ের (Kurmi Community) রেল রোকো ! কুড়মি সম্প্রদায়ের বাসিন্দাদের তপশিলি উপজাতিদের আওতায় আনার পাশাপাশি সারনা ধর্ম কোড চালু ও কুড়মালি ভাষার স্বীকৃতির দাবিতে রেল ও পথ অবরোধে নেমেছে আদিবাসী কুড়মি সমাজ। যে দাবিতে গত বছর সেপ্টেম্বর মাসের শেষদিকে টানা পাঁচদিন চলেছিল রেল রোকো (Rail Roko) ও পথ অবরোধ (Road Blockage)। যে সময় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল বাংলার পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। ফের একবার একই দাবিতে একইভাবে শুরু হয়েছে আন্দোলন (Protest)। যার জেরে ফের একবার নিত্যযাত্রীদের প্রবল ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।
সমস্যার সমাধান খুঁজতে আন্দোলনকারীদের সঙ্গে বুধবার কলাইকুণ্ডা ফাঁড়িতে বৈঠক করে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। কিন্তু সমাধান সূত্র বেরোয়নি। কুড়মি আন্দোলনের জেরে একাধিক ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়ায়, বাঁকুড়াতেও দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। এদিকে, রেল সূত্রের খবর, কুড়মিদের আন্দোলনের জেরে ইতিমধ্যেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সেই তালিকায় আছে, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া তিতলাগড় এক্সপ্রেস, হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, এছাড়াও বাতিল হয়েছে সাঁতরাগাছি-ঝাড়গ্রাম মেমু স্পেশাল, হাওড়া-ঘাটশিলা মেমু স্পেশাল, ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু স্পেশালের মতো ট্রেনগুলি। এছাড়াও হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস, পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস ও সাঁতরাগাছি পুরুলিয়া এক্সপ্রেসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আদ্রা ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে আদ্রা পুরুলিয়া শাখার ৩০ টি ট্রেন বাতিল করা হয়েছে, চারটি ট্রেনের পথ পরিবর্তন ও পদ সংক্ষিপ্ত করা হয়েছে।
গতবছর ২০ সেপ্টেম্বর থেকে টানা ৫ দিন, আদিবাসী কুড়মি সমাজের অবরোধের ফলে স্তব্ধ হয়ে গিয়েছিল রেল পরিষেবা। এবারও কুড়মি আন্দোলনের প্রেক্ষাপটে, দুর্ভোগের সেই ছবি ফেরার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আজকের মধ্যে প্রশাসনের তরফ থেকে ইতিবাচক আশ্বাস না পেলে আন্দোলন আগামীকাল থেকে তীব্র থেকে তীব্রতর হবে। এদিকে, রেললাইনে বসে স্লোগান, ধামসা-মাদল নিয়ে গান গেয়ে আদিবাসী কুড়মি সমাজের প্রতিবাদ, রেল রোকো জারি রয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের যে রাস্তা থেকে সরে দাঁড়াতে নারাজ তাঁরা।
আরও পড়ুন- পুলিশে ছয়লাপ হাওড়া, আকাশে চক্কর ড্রোনের, হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় কড়া নিরাপত্তা