(Source: ECI | ABP NEWS)
WB News Live: চাষের জমিতে আর্থিক সাহায্য, চলবে কমিউনিটি কিচেন, দুধিয়ায় ত্রাণ শিবিরে বার্তা মুখ্যমন্ত্রীর
News Live: রাজ্য, জেলা, শহরের যে কোনও খবর এক ঝলকে---
LIVE

Background
১। বিজেপি সাংসদ-বিধায়ককে মার, রাজ্যের আইনশৃঙ্খলা করুণ বলে নিন্দায় প্রধানমন্ত্রী। সন্ত্রাসের বদলে জনসেবায় তৃণমূল এবং সরকার মন দিক বলে কটাক্ষ।
প্রতিবাদে প্রধানমন্ত্রী
২। বিজেপি সাংসদ-বিধায়কের উপর হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রী, জবাব মুখ্যমন্ত্রীর। দলের কথা শুনে সাংবিধানিক নীতি লঙ্ঘন করার পাল্টা অভিযোগ।
প্রধানমন্ত্রীকে জবাব মুখ্যমন্ত্রীর
৩। মুখ্যমন্ত্রী আসার আগে নাগরাকাটায় গিয়ে আক্রান্ত বিজেপি! মাথা ফেটে রক্তাক্ত সাংসদ। বিধায়কের উপরেও হামলা! (অ্যাম....)
রক্তাক্ত সাংসদ, আক্রান্ত বিধায়ক!
৩এ। ত্রাণ দিতে গিয়ে আক্রমণের শিকার বিজেপি সাংসদ-বিধায়ক! পুলিশের সামনেই অবাধে গুন্ডামি। ভাঙল গাড়ির কাচ। (শঙ্করের বাইট-আজ খুন করে ফেলত)
পুলিশের সামনেই গুন্ডামি!
৪। নাগরাকাটায় বিজেপি সাংসদ-বিধায়কের উপর বেনজির আক্রমণ। হাসপাতালে ভর্তি খগেন মুর্মু। খোঁজ নিলেন জেপি নাড্ডা। শমীককে ফোন রাজনাথের।
মাথা ফাটল খগেন মুর্মুর
৪এ। খগেন মুর্মু-শঙ্কর ঘোষদের উপর বেনজির হামলা। সিবিআই চায় পরিবার। ৩৫৫ চেয়ে রাজ্যপালকে চিঠি কৌস্তভের। কলকাতা থেকে জেলায় জেলায় বিক্ষোভ।
'৩৫৫' চায় বিজেপি
৫। আক্রান্ত বিজেপি সাংসদ-বিধায়ক। শান্তির বার্তা দিয়েও প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী।(বাইট--এত গাড়ি নিয়ে গেলে দুঃখ হয়। সবাইকে শান্ত থাকতে হবে)
প্রশ্ন তুলেও শান্তির বার্তা
৫এ। ক্যামেরাবন্দি হামলাকারীরা! নির্দিষ্ট করে ৮জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। তাও নাগরাকাটায় বিজেপি সাংসদ-বিধায়কদের উপর আক্রমণে গ্রেফতারি শূন্য!
প্রকাশ্যে হামলা, গ্রেফতারি শূন্য!
৬। আক্রান্ত বিজেপি সাংসদ-বিধায়ক। তোষণের রাজনীতিতে সন্ত্রাসের মডেল, ছবি পোস্ট করে আক্রমণে শুভেন্দুর। পাল্টা জনরোষের তত্ত্ব উদয়ন-কুণালের।
'সন্ত্রাস' বনাম 'জনরোষ'
৬এ। ত্রাণ দিতে গিয়ে জুটল মার। নাগরাকাটাকাণ্ডে জবাব এড়ালেন রাজ্যপাল। (বাইট-নো কমেন্টস...)
জবাব এড়ালেন রাজ্যপাল
৭। নাগরাকাটায় বিজেপি সাংসদ-বিধায়কের উপর হামলা। দলের জনরোষের তত্ত্বের উল্টো সুরে সুদীপ। (বাইট--ঠিক হয়নি....)
উল্টো সুরে সুদীপ
৭এ। ত্রাণ দিতে গিয়ে ফের হামলার শিকার! তুফানগঞ্জে আক্রান্ত বিজেপি নেতা। তাড়া খেয়ে ফিরতে হল কুমারগ্রামের বিধায়ককে। শিলিগুড়িতে বিক্ষোভের মুখে বিধায়ক।
ত্রাণ দিতে জুটল মার!
৮। প্রবল বৃষ্টি আর ধসে লন্ডভন্ড উত্তরবঙ্গ। ২৪জনের মৃত্যু। একের পর এক গ্রাম প্রায় নিশ্চিহ্ন। নাগরাকাটায় মিলল আরও ২জনের দেহ। এখনও অনেকে নিখোঁজ।
রুদ্ররোষে মৃত্যুমিছিল
৮এ। আপাতত আর প্রবল বৃষ্টি নয়, আশ্বাস আবহাওয়া দফতরের। দুর্যোগ হবে জেনেও কেন ব্যবস্থা নেয়নি প্রশাসন? ক্ষোভে ফুঁসছেন দুর্গতরা। (বাইট-সবাই আসে ভোট নিতে...)
'শুধু ভোটের সময়...'
৯। সমতলের সঙ্গে এখনও কার্যত বিচ্ছিন্ন উত্তরবঙ্গ। একের পর এক রাস্তায় ধস।বেড়াতে গিয়ে আটকে অসংখ্য পর্যটক। (বাইট...)
বিচ্ছিন্ন উত্তরবঙ্গ!
৯এ। পাহাড়ে বেড়াতে দুর্যোগে চূড়ান্ত দুর্ভোগ। সুযোগ বুজে গাড়ির চড়া ভাড়া। বিমানেও এক ভোগান্তির অভিযোগ। (বাইট...এয়ারপোর্ট...গাড়ি...)
ঝোপ বুঝে কোপ!
৯বি। ধসে বিপর্যস্ত দার্জিলিং, কালিম্পং। ফের ম্যান মেড বিপর্যয়ের তত্ত্ব মুখ্যমন্ত্রীর। নিশানায় ডিভিসি। জল কীভাবে উপরে ওঠে, এটা তৃণমূলী বন্যা, পাল্টা বিজেপি।
দায় কারও নয়?
১০। বিধ্বস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। আজ যেতে পারেন মিরিক। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য, চাকরির ঘোষণা। যাচ্ছেন বিরোধী দলনেতাও, আসছেন রিজিজু-ও।
উত্তরবঙ্গে মমতা, যাচ্ছেন শুভেন্দু
১০এ। আটক থেকে ফিরতে এখন ৬টি পথ। খোলা হিলকার্ট রোড, ৫৫ নম্বর জাতীয় সড়ক, ভায়া পাঙ্খাবাড়ি-শিলিগুড়ি রোড। ফেরা যাবে লাভা-লোলেগাঁও-গরুবাথান হয়েও।
ফেরার ৬ রাস্তা
১১। অবশেষে স্থায়ী উপাচার্য পাচ্ছে কলকাতা, যাদবপুর, উত্তরবঙ্গ-সহ ৯টি বিশ্ববিদ্যালয়। রাজ্যপাল-রাজ্য সরকার একমত, তালিকায় সুপ্রিম কোর্টের সিলমোহর।
স্থায়ী উপাচার্যে সিলমোহর
১১এ। সুপ্রিম কোর্টেই হামলার মুখে দেশের প্রধান বিচারপতি! ডায়াসে উঠে জুতো ছোড়ার চেষ্টা আইনজীবীর। আটকালেন রক্ষীরা। বার কাউন্সিল থেকে হামলাকারী সাসপেন্ড।
হামলার মুখে CJI
১১বি। দেশের প্রধান বিচারপতির এজলাসেই হামলার চেষ্টা। প্রতিবাদ জানিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী। বিচারপতির ধৈর্যের প্রশংসা। কড়া বার্তা সনিয়া-রাহুলেরও।
নিন্দায় মোদি
১২। প্রেসিডেন্সি জেলেই বরানগরে সোনার দোকানে ডাকাতির ছক! অপারেশনে ঝাড়খণ্ডের দুষকৃতীরা। দমদম, নারকেডাঙার ২জনকে গ্রেফতারির পরে অনুমান পুলিশের।
জেলে বসেই খুনের ছক!
১২এ। মহেশতলায় গাড়ির শোরুমে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই ১২টিরও বেশি গাড়ি। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। (অ্যাম...)
গাড়ির শোরুমে আগুন
১৩। সংঘাতের আবহেই হঠাৎ সুদীপের বাড়ির লক্ষ্মীপুজোয় কুণাল। (সুদীপ...অনেকে আছে অনেক কিছু বলে ভুলে যায়। কুণাল...নাড়ু খেতে আসা...)
সুদীপের বাড়িতে কুণাল
১৩এ। এসআইআর নিয়ে তোলপাড়ের মধ্যেই নভেম্বরে বিহারে ২ দফায় বিধানসভা নির্বাচন। ৬, ১১ নভেম্বর ভোট, ১৪ তারিখ গণনা। ৭ কোটি ৪২ লক্ষ ভোটার।
বিহারে ২ দফা
১৪। ক্যানসারের মতো মারণ রোগের চিকিৎসায় ইমিউনো থেরাপি নিয়ে যুগান্তকারী আবিষ্কার। চিকিৎসায় নোবেল পাচ্ছেন আমেরিকা-জাপানের ৩ বিজ্ঞানী।
ইমিউনো-থেরাপিতে নোবেল
১৪এ। কোজাগরী পূর্ণিমায় আজ লক্ষ্মীপুজো। ঘরে ঘরে ধনসম্পদের দেবীর আরাধনা। সামিল তারকারাও। (অ্যাম...)
এসো মা লক্ষ্মী...
১৪বি। শুক্লা চতুর্দশীতে তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষ্য়ে তারাপীঠে দিনভর বিশেষ পুজো। (অ্যাম...)
মা তারার আবির্ভাব তিথি
১৫। প্রকৃতির রোষে তছনছ পাহাড়-ডুয়ার্স, উত্তরবঙ্গ-জুড়ে শুধুই হাহাকার।
বন্যার জলে একসঙ্গে ভেসে আসছে মানুষ-গণ্ডার-হরিণের দেহ! ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
১৬এ। লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, নিখোঁজ অনেকে, আটকে বহু পর্যটক।
আগেই ছিল দুর্যোগের পূর্বাভাস, তবে কি তৈরি ছিল না প্রশাসন? ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
১৫বি। দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে হামলার মুখে বিজেপি সাংসদ ও বিধায়ক।
‘বোঝাই যাচ্ছে বাংলার আইনশৃঙ্খলা কতটা করুণ’, গর্জে উঠলেন প্রধানমন্ত্রী।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
১৫সি। ‘বোঝাই যাচ্ছে বাংলার আইনশৃঙ্খলা কতটা করুণ’, গর্জে উঠলেন প্রধানমন্ত্রী। ‘শুধু বিজেপির কথা শুনে সাংবিধানিক নীতি লঙ্ঘন করছেন’, পাল্টা মুখ্যমন্ত্রী।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
১৫ডি। লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, নিখোঁজ অনেকে, আটকে বহু পর্যটক। আজ যাচ্ছেন ক্ষতিগ্রস্ত এলাকায়, যাচ্ছেন শুভেন্দু, আসছেন রিজিজুও। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
News Live: মিরিকের দুধিয়ায় ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গে বিপর্যয়, মিরিকের দুধিয়ায় মুখ্যমন্ত্রী। মিরিকের দুধিয়ায় ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ধসে খারাপ হওয়া রাস্তা দ্রুত সারাতে হবে। যে সমস্ত নথিপত্র নষ্ট হয়েছে সরকার সব নতুন করে দেবে। সকলে বাড়ি না ফেরা পর্যন্ত কমিউনিটি কিচেন চলবে। রাস্তা, বাড়ি-ঘর, ব্রিজ সব তৈরি করে দেওয়া হবে। এখন রাজনীতি করার সময় না। ১৫ দিনের মধ্যে সেতু তৈরির কাজ শেষ। আপাতত অস্থায়ী সেতু দিয়ে যাতায়াত হবে। দুর্যোগে টানা নজরদারি রাখবে রাজ্য সরকার। চাষের জমিতে আর্থিক সাহায্য রাজ্য সরকারের।
''
WB News Live: পুজো মিটতেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ফের জল-যন্ত্রণা
পুজো মিটতেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ফের জল-যন্ত্রণা
পুজোর সময় বৃষ্টি, তার জেরে শিলাবতী নদীর জল বেড়েছে
ঘাটালের গ্রামগুলিতে জল ঢুকতে শুরু করেছে
বিঘার পর বিঘা কৃষিজমি জলের তলায়
ফসল নষ্টের আশঙ্কা করছেন চাষিরা
'ফের বেশি বৃষ্টি হলে ঘাটালে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে'
জানিয়েছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন























