West Bengal Live Blog: মুর্শিদাবাদের পর ক্যানিং, গ্রেফতার কাশ্মীরি জঙ্গি! ধৃত আইডি তৈরিতে পারদর্শী
West Bengal News: সারাদিনের সারা রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ খবর জেনে নিন এক নজরে

Background
কলকাতা: ভারতের ভোটার লিস্টে বাংলাদেশি জঙ্গি! শুধু জাল পাসপোর্ট নয়, ভোটার লিস্টেও নাম তুলেছিল মহম্মদ শাদ রাডি। রাজ্যে ২ বিধানসভার ভোটার লিস্টে আনসারুল্লা বাংলার জঙ্গির নাম। হরিহরপাড়া ও নওদার ভোটার লিস্টে নাম বাংলাদেশি জঙ্গির। নওদায় মহম্মদ শাদ রাডির পিসির বাড়ি, হরিহরপাড়ায় ধৃত জঙ্গির কাকার বাড়ি। ভারতীয় পরিচয় পত্র বানিয়ে নাশকতার ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লা বাংলার জঙ্গি! 'আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়ে মুর্শিদাবাদে ঘাঁটি গাড়ে জঙ্গি মহম্মদ শাদ রাডি। সাব সেখের নামে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়েছিল মহম্মদ শাদ রাডি। আধার কার্ডে সাব সেখের ঠিকানা ছিল হরিহরপাড়ার। ভোটার লিস্ট অনুযায়ী সাব সেখ নওদার বাসিন্দা। ভুয়ো আধার কার্ডের ভিত্তিতে পাসপোর্টও বানিয়ে নেয় শাব সেখ ওরফে মহম্মদ শাদ রাডি। ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ভারতের মাটিতেই স্লিপার সেল খোলার তোড়জোড়! অস্ত্র কেনারও পরিকল্পনা ছিল আনসারুল্লা বাংলার জঙ্গির। অসম ও ফালাকাটায় একাধিক বৈঠকও করে শাদ রাডি', জঙ্গি শাদ রাডিকে ভারতে পাঠিয়েছিল আনসারুল্লা বাংলার প্রধান জসিমউদ্দিন-ঘনিষ্ঠ ফারহান ইশরাক, খবর সূত্রের।
অন্যদিকে, এপার বাংলায় ঘাঁটি গাড়ছে বাংলাদেশের ভারত-বিরোধী জঙ্গিরা। জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। 'সঠিক দায়িত্ব পালন করুক স্বরাষ্ট্রমন্ত্রক। সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফের। রাজনীতি করার জন্য সীমান্ত খুলে দিয়ে বাংলাকে দোষারোপ নয়', শুধু জঙ্গি কেন, কোনও অনুপ্রবেশ যেন না হয়, কেন্দ্রকে নিশানা করে মন্তব্য ফিরহাদের।
অন্যদিকে,বাংলাদেশে বিনা বিচারে এখনও জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাস। সন্ন্যাসীর মুক্তির দাবিতে মায়াপুর ইসকনে প্রার্থনা আইনজীবী রবীন্দ্র ঘোষের। 'চিন্ময়কৃষ্ণ দাসের জন্য প্রার্থনা করেছি, উনি যেন জামিন পান। ২ জানুয়ারি আদালতের জামিনের আবেদনের শুনানি', মায়াপুর ইসকনে প্রার্থনার পর মন্তব্য সন্ন্যাসীর আইনজীবীর। ত্রাসের দেশ বাংলাদেশে এবার মন্দিরেই পুরোহিত খুন! বেছে বেছে হিন্দু-খুন, মন্দিরের উপর হামলার পর পুরোহিত খুন! বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের।
নাটোরের কাশিমপুর শ্মশানকালী মন্দিরের সেবায়েত খুন। হাত-পা বাঁধা অবস্থায় কাশিমপুরে পুরোহিতের দেহ উদ্ধার। বাংলাদেশের নাটোরে লুঠপাটের পর সেবায়েতকে খুন। ডাকাতির নামে বেছে বেছে হিন্দুদের উপরে হামলার অভিযোগ। ভাণ্ডার ঘরে লুঠপাট, ডাকাতি বলে দাবি বাংলাদেশ পুলিশের খবর সূত্রের। নিষ্ক্রিয় ইউনূস সরকার, বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর হামলা! কয়েকদিন আগেই বাংলাদেশের খাগড়াছড়িতে বাড়িতে ঢুকে খুন করা এক হিন্দু মহিলাকে। নিহত মহিলার নাম চুমকিরানি দাস। তিনি খাগড়াছড়ির সনাতন জাগরণ মঞ্চের অন্যতম আহ্বায়ক প্রান্ত দাসের মা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
District Update: ‘বাঘবন্দি’তে নাস্তানাবুদ বন দফতর
এখনও বাগে আসেনি বাঘিনী। ওড়িশার সিমলিপাল জঙ্গল থেকে পালিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলমহলে। ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় মিলেছে বাঘিনী যমুনার খোঁজ। তাকে ধরতে হিমশিম খাচ্ছেন বন দফতরের কর্মীরা। কাঁকড়াঝোড়ে বাঘ খুঁজতে নামে আধা সেনাও। স্নিফার ডগ নিয়ে চলে তল্লাশি। আতঙ্কে ঘুম উড়েছে জঙ্গলমহলের বাসিন্দাদের।
Darjeeling News: পাহাড়ে ফের পৃথক গোর্খা ল্যান্ডের দাবি, নতুন দল গঠন
পাহাড়ে ফের পৃথক গোর্খা ল্যান্ডের দাবি, নতুন দল গঠন। হামরো পার্টি ভেঙে নতুন দল গঠনের ঘোষণা অজয় এডওয়ার্ডের । দার্জিলিঙে নতুন রাজনৈতিক দল দ্য ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট






















