West Bengal Live Blog: হাইকোর্টে গ্রুপ সি গ্রুপ ডি ভাতা মামলার শুনানিতে বিচারপতির প্রশ্নের মুখে রাজ্য
West Bengal Live News Update: রাজ্য থেকে দেশ, কোথায় কী হচ্ছে? দেখে নিন এক নজরে

Background
কলকাতা: হাইকোর্টে গ্রুপ সি, গ্রুপ ডি ভাতাসংক্রান্ত মামলার শুনানি শেষ। রায়দান স্থগিত রাখলেন বিচারপতি অমৃতা সিনহা । ২০ এবং ২৫ হাজার টাকার অঙ্কটা কী ভিত্তিতে নির্ধারিত করলেন? রাজ্যকে প্রশ্ন বিচারপতির অমৃতা সিনহার। কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন ? রাজ্যকে প্রশ্ন বিচারপতির। অতীতে কোন কোন ঘটনায়। এরকম আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল ? রাজ্যকে প্রশ্ন বিচারপতির। 'যারা এই টাকা পাবেন তাদের থেকে রাজ্য প্রতিদানে কি পাবে?' তাঁরা ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন ? রাজ্যকে প্রশ্ন বিচারপতির। 'পুজো বা অন্যান্য ঘটনায় একাধিকবার ভাতা দেওয়া হয়েছে'। বিশেষ খাত থেকে এই টাকা বরাদ্দ করা হয়, জানাল রাজ্য। সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর এঁরা টাকা পেতে থাকবেন ? রাজ্যকে প্রশ্ন বিচারপতির।
ছত্তীসগঢ়ে ফের সক্রিয় মাওবাদীরা। সুকমায় IED বিস্ফোরণে মৃত্যু অ্যাডিশনাল এসপির । মাওবাদীদের পোঁতা প্রেসার IED বিস্ফোরণে মৃত্যু পুলিশকর্তার। মৃত্যু অ্যাডিশনাল এসপি আকাশ রাওয়ের। ভোররাতে তল্লাশি অভিযানে গিয়ে IED বিস্ফোরণে মৃত্যু। ভোর ৪ টে থেকে ৫ টার মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন মৃত্যু আকাশ রাওয়ের। নকশাল হামলায় আহত কন্টার এলাকার এসডিপিও, থানার প্রধান সহ ২।
ঝাড়গ্রামে চাকরিহারা শিক্ষকদের মিছিল । দুপুর ১ টা নাগাদ শুরু হয়েছে মিছিল। জাতীয় পতাকা নিয়ে মিছিলে সামিল হন শিক্ষক-শিক্ষিকারা। ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে মিছিল।
বিয়ের আগেই তরুণীকে খুনের অভিযোগ। খুনের অভিযোগ হবু স্বামীর বিরুদ্ধে । চোপড়া থানার কলোনি মোড় এলাকার ঘটনা। মাস দেড়েক আগে তাদের বিয়ে ঠিক হয়, খবর পুলিশসূত্রে। রাতে চোপড়া থানায় লিখিত অভিযোগ তরুণীর পরিবারের। 'মৃত তরুণীর সঙ্গে অভিযুক্তের প্রেমের সম্পর্ক ছিল'। ২ জনের বিয়েও ঠিক হয়, দাবি পরিবারের। রবিবার সকাল থেকে তরুণী নিখোঁজ ছিলেন। পরে স্থানীয় চা বাগান থেকে তাঁর দেহ উদ্ধার হয় । পুলিশের কাছে আত্মসমর্পণ অভিযুক্তের। শ্বাসরোধ করে খুন, অনুমান পুলিশের। ঘটনার জেরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।
বহরমপুরে ফের অস্ত্র উদ্ধার। বহরমপুরে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ১। বহরমপুরের শিলপুকুর এলাকা থেকে ধৃত মাসুম শেখ নামে এক ব্যক্তি। উদ্ধার ৩ টি বেআইনি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ৬ টি ম্যাগাজিন। ধৃত মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার বাসিন্দা। ওই ব্যক্তি টোটো করে আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল বলে পুলিশসূত্রে খবর। বহরমপুর থানার পুলিশ ও এসওজি-র যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার মাসুম শেখবহরমপুরে ফের অস্ত্র উদ্ধার। বহরমপুরে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ১
বহরমপুরের শিলপুকুর এলাকা থেকে ধৃত মাসুম শেখ নামে এক ব্যক্তি। উদ্ধার ৩ টি বেআইনি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ৬ টি ম্যাগাজিন। ধৃত মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার বাসিন্দা। ওই ব্যক্তি টোটো করে আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল বলে পুলিশসূত্রে খবর। বহরমপুর থানার পুলিশ ও এসওজি-র যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার মাসুম শেখ।
Covid-19: ডায়ারিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি, শেষ রক্ষা হল না, রাজ্যে কোভিডে দ্বিতীয় মৃত্যু হাতিবাগানের বাসিন্দার !
ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা, রাজ্যে দ্বিতীয় মৃত্যু। এবার বেলেঘাটা ID হাসপাতালে, কোভিড আক্রান্ত হাতিবাগানের বাসিন্দার মৃত্যু হয়েছে। ডায়ারিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পরেই মৃত্যু হয়েছে তাঁর।জানা গিয়েছে,মৃতের নাম বাবুলাল সিংহ। বয়স হয়েছিল ৪৮ বছর। পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান। ডেথ সার্টিফিকেটে কোভিড নিউমোনিয়া-সেপটিক শকের উল্লেখ রয়েছে। প্রথমে মারোয়াড়ি রিলিফ সোসাইটির হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। এরপর করোনা পজিটিভ হওয়ায় ভর্তি করা হয় বেলেঘাটা ID হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। এরপরেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
RG Kar Case: পেরোল ১০ মাস, টালা থানা অভিযানে অভয়া মঞ্চ ; RG কর হাসপাতালের গেটে আটক মিছিল
আরজি কর-কাণ্ডের ১০ মাস, "তদন্ত ধামাচাপা দিতে চায় CBI", তীব্র ক্ষোভ তিলোত্তমার মা-বাবার। টালা থানা অভিযানে অভয়া মঞ্চ, আর জি করে জমায়েত জুনিয়র ডাক্তারদের। কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হল না মিছিলের কাউকেই। আরজিকর মেডিক্যাল কলেজের দু-দুটি গেট সম্পূর্ণ কিন্তু বন্ধ রয়েছে। এই মুহূর্তে হাসপাতালে ঢোকা-বেরনোর পথ বন্ধ। তার কারণ হচ্ছে অভয়া মঞের সদস্যরা যারা আজকে শ্রদ্ধা জানানোর জন্য আসছিলেন, আরজিকরের ভিতরে যে অভয়ার প্রতীকী মূর্তি রয়েছে, সেই জায়গায় আসতে তাঁদেরকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিশাল পুলিশ বাহিনী ও সিআইএসএফ ইতিমধ্যেই হাসপাতালের দুটি গেট ঘিরে রেখেছে। এইমুহূর্তে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা তাঁরা কথা বলছেন। পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, বাইরে থেকে কোনও মিছিল হাসপাতাল চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে না।






















