West Bengal Live Blog: গণধর্ষণ? সাজাপ্রাপ্ত ব্যক্তিই কি একমাত্র অভিযুক্ত? আরজি কর মামলায় বিচারপতির প্রশ্নের মুখে CBI
West Bengal Live Blog News: জলের পাইপলাইন বসাতে গিয়ে ধস। নেই জল, নেই বিদ্যুৎ, বাড়ির দেওয়ালে ফাটল, ভেঙেছে রাস্তা। আতঙ্কে হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। রওনা নতুন ঠিকানায়।

Background
কলকাতা: দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার সরকারি বাংলোর স্টোর রুম থেকে প্রচুর পরিমাণ পোড়া টাকা উদ্ধারের অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে দেশে। আর সেই প্রসঙ্গে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির পাঠানো ভিডিও এবং রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এরই মধ্যে আজ ফের বিচারপতির বাড়ির সামনে উদ্ধার হল পুড়ে যাওয়া ৫০০ টাকার নোটের একাধিক টুকরো।
অন্ধকার ঘর! কোনও কোনও জায়গা থেকে তখনও বেরোচ্ছে ধোঁয়া! কিন্তু টর্চের আলো জ্বলতেই চোখে পড়ছে মাটিতে পরে থাকা পুড়ে যাওয়া পাঁচশো টাকার নোটের বান্ডিলে! এক-আধটা নয়, রাশি রাশি পাঁচশো টাকার নোটের পুড়ে যাওয়া বান্ডিল। এক দমকলকর্মী তখনও পুড়ে যাওয়া জিনিস সরিয়ে সরিয়ে দেখছেন। আর সেখান থেকেও ঝরে ঝরে পড়ছে পুড়ে যাওয়া, আধপোড়া পাঁচশো টাকার নোট!
তুঘলক রোডে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার সরকারি বাংলোর স্টোর রুম থেকে প্রচুর পরিমাণ টাকা উদ্ধারের অভিযোগে ইতিমধ্যেই তোলপাড় চলছে গোটা দেশে! এই প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া এই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে অর্ধেক পুড়ে যাওয়া প্রচুর ৫০০ টাকার নোট মেঝেয় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
চাঞ্চল্যকর বিষয় হল, ১৪ মার্চ দোল পূর্ণিমার রাতে বিচারপতি বর্মার বাংলোর স্টোর রুমে আগুন লাগার ৮ দিন পর রবিবারও, বিচারপতির বাংলোর বাইরে থেকে উদ্ধার হয়েছে পোড়া ৫০০ টাকার নোট। বিচারপতি বর্মার বাংলোর স্টোররুমের আগুন নেভানোর পরের যে ভিডিও শনিবার সামনে এসেছে, সেটা ১৪ মার্চ অর্থাৎ দোলের দিনের। সেদিন রাত সাড়ে ১১টা নাগাদ, বিচারপতি বর্মার বাংলোয় আগুন লাগে। খবর পেয়ে পৌঁছয় দমকল। তারা আগুন নেভায়। এটি সেই সময়কারই ছবি।
দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, ঘটনার পরেরদিন অর্থাৎ ১৫ মার্চ এই ভিডিও। এবং তিনটি স্টিল ছবি তাঁকে পাঠান দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা। এ নিয়ে ইতিমধ্যেই দেশের প্রধান বিচারপতিকে নিজের রিপোর্ট পাঠিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি। নজিরবিহীনভাবে সেই রিপোর্ট, ছবি ও ভিডিও সরাসরি আপলোড করা হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। যদিও দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিকে দেওয়া ব্যাখ্যায় বিচারপতি যশবন্ত বর্মা দাবি করেছেন, তাঁর বাংলোর আউটহাউসের স্টোর রুমে তিনি বা তাঁর পরিবারের কোনও সদস্য় কখনই কোনও টাকা রাখেননি। এই সম্পর্কে তিনি কিছু জানেন না। টাকা তাঁর বলে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিচারপতি বর্মার আরও দাবি, তাঁকে বদনাম করার লক্ষ্য়ে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র।
পুড়ে যাওয়া এই নোট এল কোথা থেকে?নেপথ্যে কী রহস্য? যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি জি এস সান্ধাওয়ালিয়া এবং কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনু শিবরমণকে নিয়ে ৩ সদস্য়ের তদন্ত কমিটি গঠন করেছেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
Kolkata News: ২৪ ঘণ্টার মধ্যেই পানিহাটি পুরসভার ৩ কাউন্সিলরকে ফোনে হুমকির অভিযোগ
২৪ ঘণ্টার মধ্যেই পানিহাটি পুরসভার ৩ কাউন্সিলরকে ফোনে হুমকির অভিযোগ।একই ফোন নম্বর থেকে সম্রাট চক্রবর্তী, তাপস দে ও সুভাষ চক্রবর্তীকে 'হুমকি'। প্রাণে মারার হুমকির অভিযোগ তৃণমূল কাউন্সিলর তাপস দে-র। 'পানিহাটি পুরসভার চেয়াম্যান পরিবর্তনের পরেই এই ঘটনা', অভিযোগ পানিহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস দে-র
District News: চাপড়ায় তৃণমূলের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মঞ্চে উর্দিধারী পুলিশ!
চাপড়ায় তৃণমূলের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মঞ্চে উর্দিধারী পুলিশ! চাপড়া থানার আইসির গলায় তৃণমূলের উত্তরীয়! পুলিশকে পাশে বসিয়েই বিজেপি হঠানোর ডাক তৃণমূল নেতার। সোশাল মিডিয়ায় ছবি ভাইরাল কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে সাদা পোশাকে উপস্থিত ছিলেন চাপড়া থানার আইসি অনিন্দ্য মুখোপাধ্যায়। পরে সেই কর্মসূচিতেই পুলিশের উর্দি পরেই মঞ্চে চাপড়া থানার বড় আন্দুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৃজিব সিন্হাও! পুলিশ তৃণমূলের দলদাস ফের একবার প্রমাণিত, আক্রমণ বিরোধীদের। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতেই পারে পুলিশ, সাফাই তৃণমূল কংগ্রেসের






















