West Bengal Live Update: আজ রাজ্যে অমিত শাহ, SIR নিয়ে আজও রাজ্য জুড়ে শুনানি
West Bengal News Blog: কোথায় কী হচ্ছে? দেখে নিন এক ঝলকে
LIVE

Background
কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বছরের শেষ তিনদিন এরাজ্যেই থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনদিনের এই সফরে আগামী বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে পারেন তিনি।
SIR-এর শুনানি পর্ব শুরু হয়েছে! ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর্ব মিটলেই এরাজ্যে ভোটের দামামা। পাখির চোখ ২০২৬ এর বিধানসভা নির্বাচন! নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই প্রচার শুরু করে দিচ্ছে তৃণমূল। তার আগে এরাজ্যে হাইভোল্টেজ প্রচারে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, সোমবার সন্ধে সাড়ে সাতটায় কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সল্টলেকে বিজেপির কার্যালয়ে রাজ্য নেতৃত্ব ও পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করবেন তিনি।সাংবাদিক বৈঠকের পর মানিকতলায় RSS-এর দফতরে সমন্বয় বৈঠকে যোগ দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
এর পাশাপাশি ওই দিনই দলের কোর কমিটির সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। বিজেপি সূত্রে খবর, বুধবার কলকাতার ইসকন মন্দিরে যাবেন অমিত শাহ। বুধবারই সায়েন্স সিটিতে কলকাতার সমস্ত বুথ কর্মীদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর ঘিরে রাজনৈতিক বাগযুদ্ধ শুরু হয়েছে জোরকদমে। বছর ঘুরলেই বিধানসভা ভোট! এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় কর্মীদের জন্য কী ভোকাল টনিক দেন সেদিকেই এখন নজর।
২০২৬ এর বিধানসভা নির্বাচনেও পাখির চোখ সেই নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে ১৫ জানুয়ারি থেকে সেবাশ্রয় ক্য়াম্প শুরুর ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা সেই ক্য়াম্প নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একুশের বিধানসভা ভোটে রাজ্য-রাজনীতির ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম! কয়েকমাসের মধ্যেই ফের এ রাজ্যে বিধানসভা ভোট! তার আগে ফের রাজনৈতিক উত্তাপে তপ্ত হতে শুরু করেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। চলতি বছরের জানুয়ারি মাসে ডায়মন্ড হারবারে পথ চলা শুরু হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’-এর। টানা ৭৫ দিন ধরে বিধানসভা কেন্দ্র ধরে ধরে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছিল।
পরবর্তীকালে নভেম্বর মাসে ডায়মন্ডহারবারেই হয় সেবাশ্রয় ২! আর এবার ছাব্বিশের মহারণের আগে, ডায়মন্ড হারবারের মডেলে, শুভেনদু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্প চালুর ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ১৫ জানুয়ারি সেই ক্য়াম্পের উদ্বোধন করবেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ই। অন্যদিকে বিরোধী দলনেতার প্রশ্ন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্য়র্থ বলেই কি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেবাশ্রয় ক্যাম্প করতে হচ্ছে? রাজনৈতিক আকচাআকচির মধ্যেই সেবাশ্রয় ক্য়াম্প নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শোনা গেছে নন্দীগ্রামবাসীর গলায়। কয়েক মাস পরই ভোট! তার আগে সেবাশ্রয় ঘিরে রাজনৈতিক বাগযুদ্ধ চরমে উঠেছে।
West Bengal News: মালদায় চাঁচলে শুভেন্দুর সভায় পুলিশের 'না', হাইকোর্টে বিজেপি
মালদায় চাঁচলে শুভেন্দুর সভায় পুলিশের 'না', হাইকোর্টে বিজেপি
বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের অবকাশকালীন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ
শুভেন্দুর সভার অনুমতি চায় বিজেপি, মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের
চাঁচলে সভার অনুমতি চেয়ে বিজেপির মামলা, ৩১ ডিসেম্বর শুনানি
BLO News: এবার SIR-শুনানিতে গিয়েও বিক্ষোভের মুখে কমিশনের রোল অবজার্ভার
এবার SIR-শুনানিতে গিয়েও বিক্ষোভের মুখে কমিশনের রোল অবজার্ভার
দঃ ২৪ পরগনার মগরাহাটের শিরাকোল হাইস্কুলের হিয়ারিং সেন্টারে বিক্ষোভ
হিয়ারিং সেন্টারে ঢুকে নথি দেখার সময় সি মুরুগানকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের
হিয়ারিং সেন্টারে তৃণমূলের BLA 2-কে থাকতে না দেওয়ায় পর্যবেক্ষককে বিক্ষোভ
'শুনানির নামে বয়স্ক, অন্তঃসত্ত্বাদেরও হেনস্থা করা হচ্ছে'
থাকতে দিতে হবে BLA 2-কেও, বিক্ষোভ নিয়ে দাবি তৃণমূল নেতৃত্বের






















