West Bengal News Live : আজ অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ
NRC নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ভয় দেখানোর দাওয়াই তৃণমূলের শ্রমিক নেতার। নিশানায় BLO-রাও।
LIVE

Background
কাল থেকে বাড়ি বাড়িতে BLO-রা। আর ২৪ ঘণ্টা। যে যেখান দিয়ে এসেছে, সেই রাস্তা দিয়ে পালাও। না হলে বিএসএফ চুলের মুঠি ধরে বের করবে। হুঙ্কার শুভেন্দুর।
SIR নিয়ে সংঘাতের আবহে এবার শাসকের অস্ত্র ভয়। NRC নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ভয় দেখানোর দাওয়াই তৃণমূলের শ্রমিক নেতার। নিশানায় BLO-রাও। আতঙ্ক তৈরির চেষ্টা, আক্রমণ বিজেপির। SIR সংঘাতে বিজেপি নেতাদের গাছে উল্টো ঝুলিয়ে পেটানোর হুমকি হাড়োয়ার তৃণমূল নেতার।
SIR ঘোষণা হতেই পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়েছে প্রায় ২০ থেকে ২৫ শতাংশ বাংলাদেশি মুসলিম। দাবি শুভেন্দুর। বাংলাদেশিরা আছে জেনে থাকলে পুশব্যাক করেননি কেন? পাল্টা দেবাংশু।
ফের ২০০২-র ভোটার তালিকায় নাম না থাকার অভিযোগ। বসিরহাট দক্ষিণে দুই বুথে ৩৪ জনের নাম উধাও। দাবি ভোটারদের। কমিশনকে জানালেন BLO।
SIR News : ডানকুনিতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ ! 'হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু'
পানিহাটি, ইলামবাজার, টিটাগড়, জামালপুরের পর এবার ডানকুনিতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। ডানকুনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে এসআইআর মৃত্যুর অভিযোগ তৃণমূলের। ৬০ বছর বয়সি হাসিনা বেগম চিন্তিত ছিলেন SIR নিয়ে, অভিযোগ তৃণমূলের
। এলাকায় এসআইআর নিয়ে মিটিংয়ের পর আতঙ্কিত হয়ে পড়েন হাসিনা বেগম, অভিযোগ শাসক দলের। ২০০২ সালে ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে ছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, দাবি পুরপ্রধানের। মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ডানকুনি পৌরসভার পুরপ্রধানের
WB News Live: আজই তৃণমূলে কামব্যাকের সম্ভাবনা শোভন চট্টোপাধ্যায়ের, বিকেলে সাংবাদিক বৈঠক
আজই ঘর ওয়াপসি শোভন চট্টোপাধ্যায়ের ? আজই তৃণমূলে কামব্যাকের সম্ভাবনা শোভন চট্টোপাধ্যায়ের । বিকেল ৩ : তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক। সেখানেই তৃণমূল কংগ্রেসে ফিরতে পারবেন শোভন-বৈশাখী। গতকালই শোভন-বৈশাখীকে দলে যোগ দেওয়ার বার্তা পাঠানো হয়, খবর তৃণমূল সূত্রে। ইতিমধ্যেই এনকেডিএ চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। এবার ঘাসফুলে কাননের কামব্যাক ?






















