West Bengal Live Updates: বাংলার অপমান ও বাঙালি হেনস্থা ইস্যুতে আলোচনার শেষ দিনে বিধানসভায় বেনজির বিশৃঙ্খলা
West Bengal Live News Updates: জেলা থেকে রাজ্য, কোথায় কী হচ্ছে? সব খবর জেনে নিন এক ক্লিকে
LIVE

Background
কলকাতা: OMR-এ কারচুপি করে আপনারা প্রার্থীদের জীবন নষ্ট করে দিয়েছেন! এখন আপনারা আবার 'দাগি' প্রার্থীদের আবার সুযোগ দিচ্ছেন! বৃহস্পতিবার যখন এই ভাষায় সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন, তখন এদিনই ফের একবার অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়! এনিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি ও সিপিএম। শুধু পাশেই দাঁড়ালেন না, এবার অযোগ্যদেরকে বেচারা বলেও সম্বোধন করলেন মুখ্যমন্ত্রী। আইনের চোখে যারা দাগি, তাঁদের জন্য ফের একবার সহমর্মিতা দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরই সঙ্গে জানালেন, খুব শিগগির আইনি পরামর্শ নিয়ে দাগিদের জন্য বিকল্প ব্যবস্থা করবে সরকার। আর সুপ্রিম কোর্টের স্পষ্ট রায়ের পরও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন আইনজীবীদের একাংশ।
প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা নিয়ে যে তদন্তের কথা ছিল, তা কতদূর এগিয়েছে? ফের সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে প্রশ্নের মুখে পড়ল CBI. এদিকে, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধোপে টিকল না SSC দুর্নীতি মামলায় 'দাগি'দের দাবি। ডিভিশন বেঞ্চও সাফ জানিয়ে দিল পরীক্ষায় বসতে পারবেন না 'দাগি' শিক্ষক-শিক্ষিকারা। 'দাগি'দের কেন অ্য়াডমিট কার্ড দেওয়া হয়েছিল, তা নিয়েও বিচারপতির প্রশ্নের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন।
প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা নিয়ে যে তদন্তের কথা ছিল, তা কতদূর এগিয়েছে? ফের সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে প্রশ্নের মুখে পড়ল CBI. এদিকে, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধোপে টিকল না SSC দুর্নীতি মামলায় 'দাগি'দের দাবি। ডিভিশন বেঞ্চও সাফ জানিয়ে দিল পরীক্ষায় বসতে পারবেন না 'দাগি' শিক্ষক-শিক্ষিকারা। 'দাগি'দের কেন অ্য়াডমিট কার্ড দেওয়া হয়েছিল, তা নিয়েও বিচারপতির প্রশ্নের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন।
দেশবাসীকে কেন্দ্রের নবরাত্রির উপহার। কমছে বেশির ভাগ নিত্যপ্রয়োজনীয় খাদ্য এবং মুদিখানার জিনিসপত্রের দাম। ফলে, খরচ কমছে গৃহস্থালির রান্নাঘরের। ২২ সেপ্টেম্বর থেকে নতুন হারে জিএসটি কার্যকর হবে। খুশি আমজনতা।
মুর্শিদাবাদের রানিনগরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, গ্রেফতার স্কুলের পরিচালন সমিতির সভাপতি ও পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য। মৃতের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীকে চোর বদনাম দিয়ে ৩৫ লক্ষ টাকা আদায়ের জন্য চাপ দিচ্ছিলেন তৃণমূল নেতা। অভিযোগ অস্বীকার করেছেন ধৃত। এদিন মৃত শিক্ষকের বাড়িতে যান স্কুলের মিড ডে মিলের কর্মীরা। তাঁরাও চক্রান্তের অভিযোগ তুলেছেন।
Entertainment News: মধুচক্রে নাম জড়াল বাঙালি অভিনেত্রীর
মধুচক্রে নাম জড়াল বাঙালি অভিনেত্রীর
বাংলা ছবি লোফারে কাজ করেছিলেন ধৃত অভিনেত্রী
বেশ কিছু সিনেমা, অ্যাড ফিল্মেও কাজ করেছিলেন অভিনেত্রী অনুষ্কা মণি মোহনদাস
হনি সিং, মিকা সিং উদিত নারায়ণের মতো শিল্পীদের সঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন এই অভিনেত্রী
মুম্বইয়ের মিরা রোডের কাছে ঠাকুর মলে অভিযান চালিয়ে সেক্স র্যাকেটের হদিশ
মহিলাদের দেহ ব্যবসায় নামানোর চক্রের সঙ্গে যুক্ত ছিলেন ধৃত অভিনেত্রী, দাবি পুলিশের
West Bengal News: তৃণমূল বিধায়কের কনভয়ে কলকাতা পুলিশের পাইলট কারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু
তৃণমূল বিধায়কের কনভয়ে কলকাতা পুলিশের পাইলট কারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু
এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর নড়েচড়ে বসল লালবাজার
শহরে চলছে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাওয়া একাধিক গাড়ি
এবার ২০০টি ইলেকট্রিক গাড়ি কিনতে চলেছে কলকাতা পুলিশ
প্রাথমিকভাবে ১০০টি ইলেকট্রিক গাড়ি কেনা হচ্ছে
পরে ধাপে ধাপে বাড়ানো হবে ইলেকট্রিক গাড়ির সংখ্যা
লালবাজার সূত্রে খবর, নতুন গাড়ি কিনতে টাকা আগেই মঞ্জুর হয়েছিল
টেন্ডার সংক্রান্ত সমস্যা হওয়ায় এতদিন ইলেকট্রিক গাড়ি কেনা হয়নি
সওকত মোল্লার কনভয়ে গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুর খবর সম্প্রচারের পর টনক নড়ল কলকাতা পুলিশের






















