West Bengal Live Updates: উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, ফের কলকাতায় মৃত্যু
West Bengal Live News Updates: দিনভর গোটা রাজ্যে কোথায় কী হচ্ছে.. নজর থাক এবিপি আনন্দ লাইভ আপডেটস-এ।
LIVE
Background
কলকাতা: বিশেষ সিবিআই (CBI) আদালতের বিচারকের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। (Abhijit Ganguly) অর্পণ চট্টোপাধ্যায়কে বদলি না করা নিয়ে ক্ষুব্ধ বিচারপতি আদালতে ডেকে পাঠালেন আইনমন্ত্রীকে।আদালতের কাছ থেকে ২ দিন বাড়তি সময় চাইলেন মলয় ঘটক। অন্যদিকে, বাঁকুড়ার পর এবার বিজেপির অন্দরে ক্ষোভের আগুন বনগাঁ সাংগঠনিক জেলায়। সাংসদ ও বিধায়কদের সঙ্গে আলোচনা না করেই মণ্ডল সভাপতিদের তালিকা প্রকাশ করায় সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষুব্ধ হরিণঘাটার বিজেপি বিধায়ক। আলোচনা করে সমস্যা মেটানোর কথা বললেও, সোশাল মিডিয়ায় পোস্ট করাকে অনভিপ্রেত বলল গেরুয়া শিবির। (BJP) কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ভেস্তে গেছে, তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্য়ক্ষ নির্বাচন প্রক্রিয়া। গেরুয়া শিবিরের বিরুদ্ধে এমন অভিযোগে সরব হয়েছে তৃণমূল। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের তত্ব মানতে নারাজ বিজেপি। এরইমধ্য়ে তমলুকের মহকুমা শাসক জানিয়েছেন, ৯ অক্টোবর কর্মাধ্য়ক্ষ নির্বাচনের পরবর্তী দিন ঠিক করা হয়েছে। বিজেপিতে ফের সাংগঠনিক অসন্তোষ, এবার বারাসাতে। ফের মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে বিজেপিতে অসন্তোষ। 'তৃণমূল থেকে আসা ব্যক্তিদের টাকার বিনিময়ে পদ', বারাসাত সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ দলেরই একাংশের। জেলা কার্যালয়ের মধ্যেই হাতাহাতিতে জড়ালেন বিজেপি নেতা-কর্মীরা। বিজেপির জেলা সভাপতির কোনও প্রতিক্রিয়া মেলেনি। ডেঙ্গি নিয়ে কৃষ্ণপুর আদর্শ বিদ্য়া মন্দির বয়েস সকুলে সচেতনতা প্রচার করলেন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপার্সন, ভাইস চেয়ারপার্সন ও স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ। ডেঙ্গি মোকাবিলায় ব্য়র্থতার অভিযোগ তুলে পুরসভার গেটে বিক্ষোভ দেখাল কংগ্রেস। অন্য়দিকে, সল্টলেকে ডেঙ্গি সচেতনতায় প্রচার চালাল বিজেপি। ডেঙ্গি সচেতনতা বাড়াতে টালিগঞ্জের রিজেন্ট কলোনিতে মাইকে প্রচার করলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র। ডেঙ্গি মোকাবিলায় ৯৬ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত বাড়িতে তালা ভেঙে ভিতরে ঢোকেন পুরকর্মীরা। ডেঙ্গির জন্য হাসপাতালে ৩০০ বেডের ব্যবস্থা করছে কলকাতা পুরসভা। ৭-১০দিনের মধ্যে হেল্পলাইন নম্বর চালু করা হবে। ডেঙ্গি মোকাবিলায় মুর্শিদাবাদের বহরমপুরের গান্ধী কলোণীতে মশার মারার স্প্রে হাতে রাস্তায় নামলেন অধীর চৌধুরী। ডেঙ্গি মোকাবিলায় রাজ্য় সরকার উদাসীন বলে আক্রমণ শানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। ডেঙ্গি সংক্রমণে রাজ্যে এক নম্বরে উত্তর ২৪ পরগনা। দেগঙ্গায় গ্রামীণ হাসপাতালে একদিকে জ্বরে আক্রান্তদের লাইন, আরেক দিকে হাসপাতালের জলের রিজার্ভারে কিলবিল করছে মশার লার্ভা। গ্রামাঞ্চলের মধ্যে বনগাঁ ব্লকে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। আতঙ্কিত বাসিন্দারা।
দিনভর গোটা রাজ্যে কোথায় কী হচ্ছে.. নজর থাক এবিপি আনন্দ লাইভ আপডেটস-এ।
West Bengal Live Updates: জিটিএ-র বিরুদ্ধে টেট কেলেঙ্কারির অভিযোগ দার্জিলিঙের বিজেপি সাংসদের
এবার পাহাড়েও নিয়োগ দুর্নীতি?
জিটিএ-র বিরুদ্ধে টেট কেলেঙ্কারির অভিযোগ দার্জিলিঙের বিজেপি সাংসদের
তদন্তের আবেদন জানিয়ে সিবিআই ডিরেক্টর ও রাজ্যপাল চিঠি রাজু বিস্তার
জিটিএর বিরুদ্ধে ভুয়ো টেট নেওয়ার অভিযোগ
'জিটিএ-র ভুয়ো টেটের জন্য পাহাড় ও ডুয়ার্সের ১৪ হাজার মানুষ ফর্ম ফিলাপও করেছিলেন'
'টেট নেওয়ার অধিকার নেই জিটিএ-র, আরটিআইয়ের উত্তরে জানিয়েছে রাজ্য সরকার'
'বিধানসভা নির্বাচনের আগে ভোট কিনতে ভুয়ো টেটের জন্য ভার্চুয়াল ইন্টারভিউও নেওয়া হয়েছিল'
তৃণমূলের দিকে আঙুল তুলে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের
শিক্ষামন্ত্রীর কাছেও তদন্তের দাবি রাজু বিস্তার
দুর্নীতির অভিযোগ মানতে নারাজ শাসক দল
West Bengal News Live: উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, ফের কলকাতায় মৃত্যু
উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, ফের কলকাতায় মৃত্যু
বিবি গাঙ্গুলি স্ট্রিটে ডেঙ্গি আক্রান্ত কিশোরের মৃত্যু
মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত কিশোরের মৃত্যু
ডেথ সার্টিফিকেটে মাল্টি অর্গান ফেলিওর, সেপসিস ও ডেঙ্গি হেমারেজিক ফিভারের উল্লেখ
West Bengal Live Updates: নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পর, তাঁর মা-বাবাকেও তলব করল ইডি
নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পর, তাঁর মা-বাবাকেও তলব করল ইডি। সূত্রের দাবি, আগামী সপ্তাহে দুজনকেই সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। লিপস অ্য়ান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে, তাঁদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।
West Bengal News Live: ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ হবে রাজভবনেই
ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ হবে রাজভবনেই। শনিবার বিকেলে রাজভবনে শপথ নেবেন নির্মলচন্দ্র রায়। নতুন করে রাজভবনের তরফে শপথের দিনক্ষণ জানিয়ে বিধায়ক ও অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে চিঠি।
West Bengal Live Updates: প্রতারণার অভিযোগ উত্তর ২৪ পরগনার বাসুদেপুর থানার এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে
প্রতারিত এক মহিলাকে টাকা ফিরিয়ে দেওয়ার অছিলায় প্রতারণার অভিযোগ উত্তর ২৪ পরগনার বাসুদেপুর থানার এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে ব্ল্য়াকমেল করারও অভিযোগ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে ক্লোজ করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।