West Bengal Loksabha Election 2024: হাইকোর্টে রক্ষাকবচ পেলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র
Barasat Mathurapur Loksabha Election Repoll Update : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর
LIVE
Background
- ভোটের পরেই হিংসা। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে চায়ের দোকানে গুলি, মৃত্যু নিশ্চিত করতে এলোপাথাড়ি কোপ। বিজেপি করায় খুন, অভিযোগ পরিবারের। পারিবারিক বিবাদ, পাল্টা শাসক।
- কালীগঞ্জে বিজেপি কর্মীকে খুন করা হবে, আগেই জানত পুলিশ? চাঞ্চল্যকর অভিযোগ নিহতের পরিবারের।
- কালীগঞ্জে বিজেপি কর্মী খুনে গ্রেফতার ১। এখনও অধরা মূল অভিযুক্ত। জমি বিবাদে হত্যা, অনুমান পুলিশের। পুরনো মামলার নিষ্পত্তির কথা বলে ডেকেছিল পুলিশ, দাবি নিহতর বাবার।
- সন্দেশখালিতে ভোটের দিন হামলার অভিযোগে পুলিশি অভিযান ঘিরে ধুন্ধুমার। রাস্তায় নামলেন মহিলারা। আটক করে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে ছিনতাই।
- বেলেঘাটা, ট্যাংরা, যাদবপুর, সোনারপুর--বিরোধী এজেন্ট, কর্মীরা আক্রমণের মুখে। রানাঘাটে আক্রান্ত সিপিএমের এজেন্ট। বিজেপির হয়ে ভোটে কাজ করায় কৃষ্ণনগরে মারধর দম্পতিকে।
- বঙ্গ বিজেপির চিঠির পরেই বারাসাত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের ২টি বুথে আজ ফের ভোট। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার ১৯ জুন পর্যন্ত রাজ্যে থাকবে ৪০০ কোম্পানি বাহিনী।
- এবার লোকসভায় যেন নন্দীগ্রামে গণনাকাণ্ডের পুনরাবৃত্তি না হয়। গণনা শেষ না হওয়া পর্যন্ত বসে থাকবেন। তৃণমূলের জেলা সভাপতি ও প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেকের।
- মঙ্গলবার লোকসভা ভোটের ফল। গণনাকেন্দ্র থেকে প্রতিমুহূর্তের আপডেট, সবার আগে আপনাদের সামনে।
West Bengal News Live: ভোটের দিন সন্দেশখালিতে পুলিশকে মারধরের অভিযোগ, গ্রেফতার ৫ বিজেপি কর্মী
ভোটের দিন সন্দেশখালিতে পুলিশকে মারধরের অভিযোগ। ৫ বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। পুরুষশূন্য গ্রাম, অত্যাচার চালাচ্ছে পুলিশ, অভিযোগ মহিলাদের। গ্রামবাসীদের অভিযোগ শুনতে সন্দেশখালি গেলেন বিজেপির মহিলা মোর্চা।
WB News Live: রেখা পাত্র থেকে প্রণত টুডু, আদালতে দুই বিজেপি প্রার্থীর স্বস্তি নিয়ে তৃণমূলকে আক্রমণ শুভেন্দু অধিকারীর
হাইকোর্টে থাপ্পড় খেল রাজ্য। রেখা পাত্র থেকে প্রণত টুডু, আদালতে দুই বিজেপি প্রার্থীর স্বস্তি নিয়ে তৃণমূলকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। প্রসঙ্গত উল্লেখ্য, হাইকোর্টে রক্ষাকবচ পেয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। অন্যদিকে ফল প্রকাশের আগে বড় স্বস্তি ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২১ জুন পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
West Bengal News Live: ফল প্রকাশের আগে বড় স্বস্তি ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর
ফল প্রকাশের আগে বড় স্বস্তি ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের। ২১ জুন পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে করা পুলিশের এফআইআরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ। নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। প্রণতের বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়। ১৮ জুন মামলার পরবর্তী শুনানি।
WB News Live: রাজারহাটে আক্রান্ত সিপিএমের পোলিং এজেন্ট, অভিযোগের তির শাসক দলের দিকে
কাল গণনা, তার আগে ভোট পরবর্তী হিংসা চলছেই। এবার রাজারহাটে আক্রান্ত সিপিএমের পোলিং এজেন্ট। তৃণমূলের বাইক বাহিনীর হামলা, রাজারহাট থানায় অভিযোগ দায়ের সিপিএমের। সিপিএমের অভিযোগ অস্বীকার শাসক দলের।
West Bengal News Live: ভোটের ফলাফলের আগের দিন বিজেপির কাউন্টিং এজেন্টদের হেনস্থার অভিযোগ, চুঁচুড়া থানায় লকেট চট্টোপাধ্যায়
কাল ভোট গণনা, তার আগে বিজেপির কাউন্টিং এজেন্টদের হেনস্থার অভিযোগ। চুঁচুড়া থানায় লকেট চট্টোপাধ্যায়।