Partha Chatterjee Removed Live: 'পার্থ চট্টোপাধ্যায় যা করেছেন, সেটা পাপ' মুখ খুললেন মদন
Partha-Arpita ED Raid Live Updates: পার্থ ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের আরেকটি ফ্ল্যাট থেকেও উদ্ধার হল কোটি কোটি টাকা, গয়না এবং সম্পত্তির নথি। বুধবার সকাল থেকে লক ভেঙে এই ফ্ল্যাটে ঢুকেছিল ইডি।
LIVE
Background
টালিগঞ্জের পুনরাবৃত্তি বেলঘরিয়ায় (Belgharia)। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) আরেকটি ফ্ল্যাট থেকেও উদ্ধার হল কোটি কোটি টাকা, গয়না এবং সম্পত্তির নথি। বুধবার সকাল থেকে লক ভেঙে এই ফ্ল্যাটে ঢুকেছিল ইডি। তারপর থেকে নাটকীয় মোড় নিতে শুরু করে ঘটনাক্রম!
ফ্ল্যাট না টাকার খনি? ফ্ল্যাট না ‘মিনি ব্যাঙ্ক’? পার্থ ঘনিষ্ঠ অর্পিতা যেন ‘ক্যাশ কুইন’ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ধৃত এবং পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে থাকা টাকার পাহাড়, সবার চোখ কপালে তুলে দিয়েছে! যেদিকে চোখ যায়, শুধু টাকা আর টাকা! রাশি রাশি টাকা। কাঁড়ি কাঁড়ি টাকা। কোটি কোটি টাকা!
দেখতে দেখতে অনেকে বিস্ময়ে বলছেন, এটা বাস্তব, না সিনেমা চলছে!! এমন দৃশ্য তো এতদিন সিনেমাতেই দেখা যেত! কিন্তু, এটা বাস্তব। টালিগঞ্জের আবাসনে টাকা...বেলঘরিয়ার আবাসনে টাকা। দু’দিনে মাত্র দু’টো ফ্ল্যাটে তল্লাশি! তাতেই উদ্ধার হয়েছে কোটি কোটি নগদ টাকা। আর এই ছবি দেখে করদাতা, সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, আরও কারা কারা এরকম বেআইনি কোটি কোটি টাকার পাহাড়ে বসে রয়েছে?
এরকম আরও কত টাকা, কোন কোন গোপন আস্তানায় লুকনো রয়েছে? বুধবার সকালে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে যাওয়ার পর থেকেই। সবার নজর ঘুরে গেছিল সেদিকে।
তারপর থেকেই পরিস্থিতি নাটকীয় মোড় নিতে শুরু করে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় আবাসন। প্রথমে ফ্ল্যাটের দরজার লক খুলতে এক চাবিওয়ালাকে ডাকা হয়। শেষমেশ লক না খোলায়, ভাঙা হয় দরজা। কিছুক্ষণ পর একে একে ফ্ল্যাটে আনা হয় চারটি অত্যাধুনিক টাকা গোনার মেশিন।
ইডি সূত্রে দাবি, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের একটি ঘুরে ঢুকে দেখা যায়, সেখানে একাধিক ওয়ার্ড্রোব রয়েছে। ওয়ার্ড্রোব খুলতেই দেখা যায়, ভিতরে থরে থরে সাজানো দু’হাজার এবং পাঁচশো টাকার নোটের বান্ডিল। টাকা গোনার জন্য আনা হয় চারটি অত্যাধুনিক মেশিন এবং কয়েকজন কর্মীকে বেলঘরিয়ায় পাঠানো হয়।
সন্ধে থেকে শুরু হয় টাকা গোনা। কিন্তু, ইডি সূত্রে দাবি, ফ্ল্যাটের ভিতর এত টাকা ছিল, যে গুনতে গুনতে রাত কাবাড় হয়ে যায়! শেষে ট্রাক ভর্তি করে ট্রাঙ্ক এনে, তাতে করে টাকা নিয়ে যাওয়া হয়।
Arpita ED Raid Live: অর্পিতা মুখোপাধ্যায়েরই ফ্ল্যাটের মেনটেন্যান্সের টাকা বকেয়া
তাঁর ফ্ল্যাট থেকেই মিলেছে গুপ্তধন! রাশি রাশি টাকা আর তাল তাল সোনা! অথচ এ হেন অর্পিতা মুখোপাধ্যায়েরই ফ্ল্যাটের মেনটেন্যান্সের টাকা বকেয়া! এমনকি ২০১৯-এর পুজোর চাঁদার টাকাও এখনও দেননি অর্পিতা। এমনই দাবি করলেন, বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটস আবাসন কর্তৃপক্ষ।
SSC Scam: শুরু হয়েছে রাজনৈতিক তরজা
শুক্রবার SSC’র আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সময়, তাঁর অফিসের বাইরে বিক্ষোভ দেখান প্রাথমিকের টেট-উত্তীর্ণ প্রার্থীরা। তাঁরাও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করার দাবি জানান। এনিয়ে আবার শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
Partha Chatterjee Removed: পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রী পদ থেকে সরানোর পরে এবার বিরোধীদের নিশানায় পরেশ অধিকারী
পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রী পদ থেকে সরানোর পরে এবার বিরোধীদের নিশানায় পরেশ অধিকারী। তাঁর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। তাই অবিলম্বে শিক্ষা প্রতিমন্ত্রীকে পদ থেকে সরানোর দাবিতে সরব হয়েছে বিজেপি। এই বিষয়ে দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে বলে জানিয়েছেন পরেশ। চলছে রাজনৈতিক তরজা
SSC Scam: প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এবার নতুন রঞ্জনের হদিশ
প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এবার নতুন রঞ্জনের হদিশ! নদিয়ার সুমন চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির বিরুদ্ধেও টাকা ও সোনার বিনিময়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ এক কর্মপ্রার্থী। যদিও অভিযোগকারীর বক্তব্য শোনার পরে মামলাটি প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Partha Chatterjee Removed: ‘পার্থ চট্টোপাধ্যায়ের এখন অখণ্ড অবসর, এখন জেরার ফাঁকে ফাঁকে একটু ভেবে দেখতে পারেন, পার্থর ষড়যন্ত্র-তত্ত্বর অভিযোগে প্রতিক্রিয়া কুণাল ঘোষের
'অতীতে অনেকের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছিলেন, সেগুলো সময়ের সঙ্গে ঠিক ছিল কি না’। ‘পার্থ চট্টোপাধ্যায়ের এখন অখণ্ড অবসর, এখন জেরার ফাঁকে ফাঁকে একটু ভেবে দেখতে পারেন, কালের যাত্রাপথে অনেক উত্তর পেয়ে যাবেন’। পার্থর ষড়যন্ত্র-তত্ত্বর অভিযোগে প্রতিক্রিয়া কুণাল ঘোষের।