Weather Update: সময়ের পূর্বেই কি বঙ্গে বর্ষার প্রবেশ? কী বলছে মৌসম ভবন
Weather Update: ভারতীয় ভূখণ্ডে ২৭ মে বর্ষা ঢুকবে এবং তা এই রাজ্যে পৌঁছতে প্রায় ১০ থেকে ১২ দিন সময় লাগে। এই নিয়মে যদি স্বাভাবিকভাবে অগ্রগতি হয় তাহলে সেক্ষেত্রে সময়ের আগেই বঙ্গে ঢুকতে পারে বর্ষা।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: প্যাচপ্যাচে গরম (scorching heat) থেকে তবে অবশেষে নিস্তার মিলতে চলেছে? এবার কি সময়ের আগেই বঙ্গে ঢুকবে বর্ষা (monsoon)? কী বলছে আবহাওয়া দফতর (India Meteorological Department)? যদিও সম্প্রতি পশ্চিমবঙ্গের (West Bengal) একাধিক জেলা ভিজেছে প্রবল বৃষ্টিতে।
সময়ের পূর্বেই বর্ষার প্রবেশ?
আজই আন্দামান সাগরে ঢুকছে বর্ষা। কেরলেও সময়ের আগেই শুরু হবে বর্ষার ধারাপাত। এমনটাই জানাচ্ছে মৌসম ভবন। নির্ধারিত সময়ের চারদিন আগে অর্থাৎ ২৭ মে কেরলে ঢুকছে বর্ষা। তবে কি বঙ্গেও এবার সময়ের আগেই বর্ষার প্রবেশ? উঠছে প্রশ্ন।
ইতিমধ্যেই মৌসম ভবন জানিয়েছে যে কেরলে নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকছে। আজ আন্দামান সাগরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছে যাবে বলেও জানা গেছে।
ভারতীয় ভূখণ্ডে ২৭ মে বর্ষা ঢুকবে এবং তা এই রাজ্যে পৌঁছতে প্রায় ১০ থেকে ১২ দিন সময় লাগে। এই নিয়মে যদি স্বাভাবিকভাবে অগ্রগতি হয় তাহলে সেক্ষেত্রে সময়ের আগেই বঙ্গে ঢুকতে পারে বর্ষা। তবে বর্ষা ঠিক কতটা গতি নিয়ে আসে তার ওপর নির্ভর করবে কতদিনে তা কেরল থেকে বাংলায় আসবে। তবে যেমন পরিস্থিতি তাতে কেরলে সময়ের অনেকটা আগেই পৌঁছচ্ছে বর্ষা।
আরও পড়ুন: SLST Recruitment: মাঝরাতে মিছিল নিয়ে কালীঘাট রওনা, SLST চাকরিপ্রার্থীদের ঘিরে হুলস্থুল কাণ্ড
চরম তাপপ্রবাহের পর কলকাতায় স্বস্তি দিয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। মাঝে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে দফায় দফায় বৃষ্টি হয় বঙ্গে। শনিবার রাতেও শহর কলকাতা সহ বঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে।
অসমে প্লাবন
অন্যদিকে বর্ষার আগেই প্রবল বর্ষণে অসমের ৬ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডিমা হাসাও জেলায় ভূমিধসে মৃত্যু হয়েছে এক মহিলা-সহ তিনজনের। ডিমা হাসাওয়ের হাফলং এলাকায় জলের তোড়ে ভেসে গিয়েছে রাস্তা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অসমের কাছাড়, ধেমাজি, হোজাই, কার্বি আলং পশ্চিম, নওগাঁ ও কামরূপ মেট্রো এলাকায় ৯৪ টি গ্রাম প্লাবিত। দুর্যোগের কবলে ২৪ হাজার ৬৮১ জন।