SLST Recruitment: মাঝরাতে মিছিল নিয়ে কালীঘাট রওনা, SLST চাকরিপ্রার্থীদের ঘিরে হুলস্থুল কাণ্ড
SLST Protest: SLST চাকরিপ্রার্থীদের দাবি, ইদের দিন ফোনে কথা বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেওয়ার পরেও শিক্ষা দফতরের তরফে তাঁদের নিয়োগ নিয়ে কোনও হেলদোল নেই।
কলকাতা: মাঝরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির উদ্দেশে মিছিল করে যাওয়ার চেষ্টা। শহিদ মিনারের ধর্নামঞ্চ থেকে সটান রওনা SLST উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা (SLST Recruitment)। তাতে উত্তেজনা ছড়াল রাতের শহরে। পুলিশ SLST চাকরিপ্রার্থীদের শহিদ মিনারের সামনেই আটকে দেয়। সেই নিয়ে প্রায় ঘণ্টা দুয়েক টানাপোড়েন চলে। পরে ডিসি সাউথ আকাশ মাঘারিয়া এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন।
মমতার বাড়িতে মিছিল নিয়ে রওনা
SLST চাকরিপ্রার্থীদের দাবি, ইদের দিন ফোনে কথা বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেওয়ার পরেও শিক্ষা দফতরের তরফে তাঁদের নিয়োগ নিয়ে কোনও হেলদোল নেই। শহিদ মিনারে SLST উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের ধর্না অবস্থান রবিবার এই নিয়ে ৩৮ দিনে পড়ল।
১৪ মাস ধরে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চলছে এসএসসি-র নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের। কর্মশিক্ষা ও শারীরশিক্ষার চাকরিপ্রার্থীরা মাসখানেক ধরে আন্দোলন চালাচ্ছেন শহিদ মিনার চত্বরে। দু’দল আন্দোলনকারীরই অভিযোগ এক, নিয়োগে দুর্নীতি হয়েছে। মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি মেলেনি।
আরও পড়ুন: Kolkata: জনবিরোধী ও দমনপীড়নের সরকারকে প্রতিহত করতে পারে বামপন্থীরাই, বার্তা বুদ্ধদেবের
স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা SLST-র মাধ্যমে নবম-দশম শ্রেণিতে সহকারী শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে, একাধিক মামলা হয়েছে হাইকোর্টে। তার মধ্যেই গত ৫ মে পুরনো নিয়োগের জট কাটানোর উদ্যোগের পাশাপাশি নতুন করে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তও নিয়েছে রাজ্য সরকার। স্কুল সার্ভিস কমিশন নোটিস দিয়ে জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে সহকারি শিক্ষক নিয়োগের জন্য শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে।
নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
কিন্তু সেই পরিস্থিতিতেই সম্প্রতি নবম দশমে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। আগামী ১৭ জুন পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ। এসএসসি-কে ২০১৬-র পরীক্ষার প্যানেল ও ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নম্বরসহ নামের তালিকা আগামী ২১ মের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এসএসসি-র সাইটে আপলোড করতে হবে, অনলাইন আবেদনগুলি