Naihati By Election 2024 : পুরনো রেকর্ড ভেঙে নৈহাটিতে আরও বড় জয়ের পথে তৃণমূল, RG কর কাণ্ডের প্রভাব পড়ল না? কী বলছেন পার্থ
Partha Bhowmik On TMC Win : উপনির্বাচনে পার্থকেও জয়ের ব্যবধানে টপকে গেলেন তৃণমূল প্রার্থী সনৎ দে। ষষ্ঠ রাউন্ডে প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে গিয়েছে তৃণমূল ।
রাজ্যে ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ হচ্ছে। নৈহাটি থেকে হাড়োয়া, মেদিনীপুর থেকে তালডাংরা, সিতাই থেকে মাদারিহাট, সবকটি বিধানসভা কেন্দ্রে সবুজ ঝড়। পার্থ ভৌমিক ব্য়ারাকপুরের সাংসদ হয়ে যাওয়ার পর নৈহাটি ছিল বিধায়কশূন্য। সেই আসনে উপনির্বাচনে পার্থকেও জয়ের ব্যবধানে টপকে গেলেন তৃণমূল প্রার্থী সনৎ দে। ষষ্ঠ রাউন্ডে প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে গিয়েছে তৃণমূল ।
আর এই সবুজ ঝড়ে কার্যত উল্লসিত নৈহাটি ছেড়ে যাওয়া বিধায়ক, অধুনা সাংসদ পার্থ ভৌমিক। বললেন, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপপ্রচার যে মানুষ মানেনি , তার প্রতিফলন। তিনি আরও বলেন, নির্বাচনের আগেই বলেছিলাম, নৈহাটির মানুষ নিশ্চিত ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর ভরসা রাখে। আমি নৈহাটির কর্মীদের বলেছিলাম, দিদিকে আমি কথা দিয়ে এসেছি, ন্যূনতম ৪০ হাজার ভোটে উপনির্বাচনে জিতবে তৃণমূল'
কিছুদিন আগে পর্যন্তও আর জি কর ইস্যু নিয়ে উত্তাল ছিল রাজ্য। শাসকদলের বিপক্ষে স্লোগান উঠেছিল দিকে দিকে। তবে উপনির্বাচনের ফলে অন্তত সেই প্রভাব দেখা গেল না। তাহলে কি আর জি কর ইস্যু প্রভাব ফেলল না ভোট বাক্সে? পার্থ বললেন, আসলে মানুষ বুঝেছে আর জি করের ঘটনায় তৃণমূলের কোনও ভূমিকা ছিল না। ঘটনাটিকে কেন্দ্র করে একদলল মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতে চাইছিল, মানুষ ভোট দিয়েছে তার বিরুদ্ধে। বললেন পার্থ ভৌমিক।
সকাল ১১ টা পর্যন্ত পাওয়া খবর অনুসারে, বাংলার ৬ কেন্দ্রের উপনির্বাচনে শুরু থেকেই সবুজ ঝড় । সিতাইয়ে নবম রাউন্ডে ৯৩ হাজার ২০৮ ভোটে এগিয়ে তৃণমূল। মাদারিহাট কেন্দ্রে ষষ্ঠ রাউন্ডে ২৩ হাজার ভোটে এগিয়ে রয়েছে তৃণমূলই। মেদিনীপুরে সপ্তম রাউন্ডে ১৮ হাজার ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল । তালডাংরায় চতুর্থ রাউন্ডে ১২ হাজার ২৪২ ভোটে এগিয়ে তৃণমূল । হাড়োয়ায় পঞ্চম রাউন্ডে ৫২ হাজার ৫৯৭ ভোটে এগিয়ে তৃণমূল।
যে ৬টি বিধানসভা আসনে ভোট হয় তার মধ্য়ে গতবার ৫টিতে জিতেছিল তৃণমূল। শুধুমাত্র মাদারিহাট ছিল বিজেপির দখলে। এবার সেখানেও সবুজ বিপ্লব। লোকসভা ভোটেও বিধানসভার সমীকরণটা খুব বেশি বদলায়নি। তবে এবার পুরনো রেকর্ড ছাপিয়ে আরও ভল ফল করার দিকে এগিয়ে যাচ্ছে তৃণমূল।
আরও পড়ুন :