West Bengal News Live: অসুস্থ রেখা পাত্র, ভর্তি কল্যাণী এইমসে
Loksabha Election 2024 : সব জেলার সব খবর এই লিঙ্কে

Background
বসিরহাটে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা নিয়ে চর্চার মাঝেই, রেখা পাত্রকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্বোধন করলেন শক্তিস্বরূপা বলে। কুর্নিশ জানালেন তাঁর লড়াইকে। এরই পাশাপাশি, সদ্য ভোটের ময়দানে নামা রেখা পাত্রকে প্রচারের রূপরেখাও ঠিক করে দিলেন মোদি। অন্যদিকে, অসুস্থতা কাটিয়ে এবার প্রচারে নামছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রবিবার কৃষ্ণনগর থেকে প্রচার শুরু করবেন তিনি। এদিকে, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় বোলপুরের বাড়িতে তল্লাশি-অভিযানের পর এবার মন্ত্রী চন্দ্রনাথ সিন্হাকে তলব ইডি-র। আজ যাবেন প্রতিনিধি, জানালেন মন্ত্রী। সব জেলার সব খবর এই লিঙ্কে।
রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষের জীবনাবসান। আজ সকাল ৭টা থেকে রাত ৮ পর্যন্ত শেষ শ্রদ্ধা জানানো যাবে বেলুড় মঠে। শোকবার্তা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর।
West Bengal Live Updates: ভক্ত, দীক্ষিত সহ অগণিত সাধারণ মানুষের চোখের জলে চিরবিদায় জানানো হল স্বামী স্মরণানন্দকে
ভক্ত, দীক্ষিত সহ অগণিত সাধারণ মানুষের চোখের জলে চিরবিদায় জানানো হল স্বামী স্মরণানন্দকে। মঙ্গলবার রাতে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে জীবনাবসান হয় রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ-র। বয়স হয়েছিল ৯৪ বছর। ২৯ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন স্বামী স্মরণানন্দ।
WB News Live: অসুস্থ রেখা পাত্র, ভর্তি কল্যাণী এইমসে
অসুস্থ রেখা পাত্র, ভর্তি কল্যাণী এইমসে। সন্দেশখালিতে সভা করার সময় অসুস্থ রেখা পাত্র। কল্যাণী এইমসে ভর্তি বসিরহাটের বিজেপি প্রার্থী।






















